বিদেশি ভাষা শেখার প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। অনেকেই এখন এ ব্যাপারে আগ্রহী। কিন্তু কোন ভাষা শিখবেন, কোথায় শিখবেন? আদ্যোপান্ত জানাচ্ছেন আরিফ আরমান
যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে ভাষা। বিশ্বায়নের এই যুগে বিদেশি ভাষা শিক্ষা অপরিহার্য হয়ে উঠছে। বিদেশি ভাষা জানা থাকলে আপনি আর দশজনের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারেন। সময়ের প্রয়োজনেই অন্তত একটি বিদেশি ভাষা শিখে নেওয়া উচিত।
কোন ভাষা শিখবেন, কেন শিখবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আবদুর রহিম জানান, 'কোন ভাষা শিখবেন, ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে আপনার কোন ভাষা শেখা দরকার, তার ওপর। অনেকেই বাইরের কোনো দেশে যেতে বিদেশি ভাষা শিখতে চায়। সে ক্ষেত্রে ভাষা নির্বাচন নির্ভর করবে, কোন দেশে যাবে, তার ওপর।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. খালেদ হোসাইন বললেন, সময়ের তাগিদেই বিদেশি ভাষা শেখা উচিত।
কোথায় শিখবেন কোন ভাষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ১২টি ভাষার কোর্স পরিচালিত হচ্ছে। এগুলো হচ্ছে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, কোরিয়ান, ফারসি, রুশ, স্প্যানিশ ও তুর্কি। এ ছাড়া বিদেশিদের জন্য বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থাও রয়েছে। শিক্ষাপদ্ধতি অনুসারে এখানে এক বছর মেয়াদি জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা এবং উচ্চতর ডিপ্লোমা কোর্স করা যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু আছে। বাংলা, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, বাংলা, আরবি ও ফারসি ভাষা এখানে শেখানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভাষা শিক্ষা কোর্স করানো হয়। এখানে স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের ওপর ইন্টারমিডিয়েট কোর্স এবং জাপানি, ফরাসি, রুশ, সংস্কৃত ও পার্সি ভাষার ওপর সার্টিফিকেট কোর্স করা যায়।
ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষার ওপর বিভিন্ন কোর্স করিয়ে থাকে। ফরাসি ভাষা শিখতে চাইলে আপনি নিশ্চিন্তে আলিয়ঁস ফ্রঁসেসকে বেছে নিতে পারেন। জার্মান ভাষা শেখার জন্য যেতে পারেন গ্যেটে ইনস্টিটিউটে। রাশিয়ান হাইকমিশন পরিচালিত রুশ ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকেই এখানে রুশ ভাষা শিক্ষা কোর্স চালু রয়েছে। ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব ১৩টি ভাষা শেখার কোর্স পরিচালনা করে থাকে। ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানি, স্প্যানিশ, আরবি, চীনা, কোরিয়ান, ইতালিয়ান, গ্রিক, পোলিশ, মালয় ও রুশ ভাষা শেখা যায় এখানে। ইরান কালচারাল সেন্টার ফারসি ভাষা শেখার বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে। এ ছাড়া আরো অনেক প্রতিষ্ঠান আছে, যেগুলোতে আপনি বিভিন্ন বিদেশি ভাষা শিখতে পারবেন।
ভর্তির যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি ভাষা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারেন। অন্যান্য ভাষার ক্ষেত্রে অবশ্য বাইরের শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। এর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেকোনো একটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা 'বি' গ্রেড থাকতে হবে। এছাড়া সিনিয়র, ডিপ্লোমা ও উচ্চতর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হলে এর পূর্ববর্তী সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভর্তি হতে হলে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হবেন, কেবল তারাই ডিপ্লোমা কোর্সে ভর্তির যোগ্য বিবেচিত হবেন। এইচএসসি পাস হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রে ভর্তি হতে পারেন। ব্রিটিশ কাউন্সিলে সব কোর্সের ক্ষেত্রেই একটি প্লেসমেন্ট টেস্টে অংশগ্রহণ করতে হয়। নিয়ম অনুযায়ী প্রার্থী যে কোর্সের উপযোগী হবেন, তাকে সেই কোর্সে ভর্তি নেওয়া হবে। আলিয়ঁস ফ্রঁসেস এবং ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাবসহ বেশির ভাগ প্রতিষ্ঠানেই ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই বয়সের বাধ্যবাধকতা থাকে না।
কোর্সের মেয়াদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষার বেশির ভাগ কোর্সই এক বছর মেয়াদি। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রের কোর্সগুলোর মেয়াদ ছয় মাস। ব্রিটিশ কাউন্সিল টিচিং সেন্টার পরিচালিত কোর্সগুলোর মেয়াদ_আইইএলটিএস প্রিপারেশন কোর্স দুই সপ্তাহ, বিজনেস ইংলিশ কোর্স আট সপ্তাহ, জেনারেল ইংলিশ কোর্স দুই সপ্তাহ এবং চিলড্রেন ইংলিশ কোর্স দুই সপ্তাহ। জার্মান কালচারাল সেন্টারে প্রতিটি কোর্স চার সেমিস্টারে বিভক্ত এবং প্রতি সেমিস্টারের মেয়াদ তিন মাস। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানেই তিন মাস, ছয় মাস এবং এক বছর মেয়াদি কোর্স করানো হয়।
খরচাপাতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে কোর্স ফি তুলনামূলক কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি এক হাজার ৩০০ এবং অন্যদের জন্য দুই হাজার ৪৮৫ টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ১২০০ এবং অন্যদের জন্য ২০০০ টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে সার্টিফিকেট কোর্সে ভর্তি ফি ১০০০ এবং ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি ১২৫০ টাকা। রুশ ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রে প্রতি সেমিস্টারে ২৫০০ টাকা খরচ হবে। অন্যান্য প্রতিষ্ঠানে বিভিন্ন ভাষা শিক্ষা কোর্সের ফি ৭০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
সূত্র: দৈনিক কালের কণ্ঠ
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৬