প্রায় বছর দুই হল সামুতে ফেরা হয় না। ফিরে আসার চেষ্টা করেও বার বার ব্যর্থ হয়েছি। গত এক বছরে কোন পোস্ট দেইনি। তাই নতুন কিছু না লিখলেও অস্তিত্ব রক্ষার চেষ্টা করছি। ফিরে আসবো আবার আশা করি !
পরমাণু কাব্যঃ
০১।
তোমার মনটা ছিল কোমল,
আমার ফ্রিজ ভর্তি পানির বোতল!
০২।
বুকের বাম পাশটা করছে চিনচিন,
এমনটা হয় থাকলে তুমিহীন!
০৩।
তুমি ছাড়া শুন্য ফ্রিজে
লিটার খানেক পানি।
তুমি ছাড়া শুন্য হৃদয়
খাঁ খাঁ করে খালি!
০৪।
আমি বলি ভালোবাসি,
তুমি বল ছাই !
আমি বলি কাছে আসো,
তুমি বল যাই !
০৫।
আমার সাথে তোর নাই কোন মিল,
তবু ভালোবাসি চিবুকের ওই তিল!
অণুকাব্যঃ
০১।
পড়ন্ত বিকেলে,
বাইকের ব্যাকসীটে তোমাকে চাই!
তোমাকে চাই জোঁনাক জ্বলা রাতে,
আমার খুব কাছে! খুব কাছে!!
০২।
আমার ভালোবাসা তেমন,
তোমার অশ্রুত কাজলের মতোন!
আমার অনুভূতিগুলি তেমন,
শীতের এই কুয়াশাদের মতোন!
০৩।
তুমি পর ভেবে দূরে সরো,
আর আমি আপন ভেবে দূরে সরি!
অতঃপর দুজনার দূরত্ব বাড়ে-
সমানুপাতিক হারে!
০৪।
আমাকে স্বৈরাচারী প্রেমিক বলো?
তবে বলো কবে ওই অধর যুগল
আপোষহীনভাবে ব্যারিকেড দিয়েছি?
গেলো বর্ষায় ও দুহাত ছুঁয়ে বলেছিলাম-
ভালোবাসা না পেলে তোমার হৃদয়ে
কারফিউ জারি করবো! ব্যাস এতোটুকুই!
০৫।
প্রেমিকারা চলে যায়,
শুধু স্থান অপরিবর্তিত থেকে যায়!
পার্ক স্ট্রিট কিংবা হসপিটাল রোড,
যে যার জায়গাতেই আছে!
০৬।
তুমি বল নীল ভালোবাসি!
আমি বলি আকাশের নীল-
নাকি সমুদ্রের নীল জল?
তুমি বল দুটোই।
আমি বলি আচ্ছা আমি যদি-
নীল আকাশ হই কিংবা নীল জল?
তুমি মুচকি হেসে দৌড়ে পালাও!