ভার্শন - ০১
তুমি আমায় মানুষ বলছো?
আমি তো মানুষ না,
মানুষ রুপী পশু !
তুমি যাকে ভালোবাসা বলছো,
সেটা মোটেই ভালোবাসা ছিল না !
সেটা ছিল নিতান্তই-
পশুর ক্ষুধা নিবারণ!
তুমি বড্ড বোকা,
আসলেই !
তুমি বড্ড বোকা !
তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
যেদিন তোমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবো,
সেদিনই আমায় মানুষ বলো !
--------------------------------------------------------------------
ভার্শন - ০২
আমি আমায় মানুষ বলবো?
তুমি তো মানুষ না,
তুমি মানুষ রুপী পশু !
তুমি যাকে ভালোবাসা বলছো,
সেটা মোটেই ভালোবাসা ছিল না !
সেটা ছিল নিতান্তই-
পশুর ক্ষুধা নিবারণ!
আমি বড্ড বোকা !
কারণ?
আমি তোমায় ভালোবেসেছিলাম !
তুমি কামনা আর ভালোবাসার-
তফাৎটাই বুঝলে না এখনও !
কামনার উৎপত্তি মগজ থেকে,
আর ভালোবাসার উৎপত্তি হৃদয় থেকে।
কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র !
আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।
যেদিন আমায়-
হৃদয় দিয়ে ভালোবাসতে পারবে,
সেদিনই তোমায় মানুষ বলবো !
- একজন আরমান
৩০/০১/২০১৩
রাত ০৯:৫১:৪৩
সাইট লিংক