-------------
নিঝুম রাত-
আমি হেঁটে চলেছি একা,
কখনো গলির রাস্তায়,
কখনোবা ছোট্ট এই নগরীর রাজপথে,
লাল-নীল নিয়নের আলোতে-
আলোকিত রাজপথ,
নিঝুম এই রাতে হেঁটে চলেছি আমি,
হঠাৎই মনে পরে যায়-
তোমার সেই আবদারের কথা,
ইচ্ছে ছিল আমার সাথে-
নির্জন রাতে হাঁটার।।
যখন আমাদের চারপাশে থাকবে না কেউ
ক্ষণিকের জন্য বিলীন হয়ে যাবো দুজন,
হারাবো দুজন দুজনাতে।
এসব বুঝি স্বপ্নই থেকে গেলো !
হয়তো ......
হয়তো আমাদের আর-
একসাথে হাঁটা হল না!!
দুজন দুজনার হাত ধরে বলা হল না,
ভালোবাসি তোমায় অনেক বেশী।।
যে ইচ্ছে তুমি পোষণ করেছিলে,
তারই নিরর্থক বাস্তবায়নের চেষ্টা-
আমি আজও করে যাই,
হয়তো এর মাঝেই খুঁজে যাই তোমায়,
তাই আজও আমি হেঁটে চলেছি -
এই নিঝুম রাতে একা ।।
-
- আরমান
২৬/০৮/২০১২
রাত ১১:৪৭:১৪
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৫