প্রথমেই বলে নেই আমার ভাষা সম্পর্কিত কোন পোস্ট দেওয়ার কোন ইচ্ছাই ছিল না। কিন্তু কিছুদিন যাবত ব্লগে দেখছি অনেক জ্ঞানী ব্যক্তি এই সম্পর্কে জ্ঞান দিচ্ছেন। যদিও তারা ঠিক ভাষাবিদ না, তবুও জ্ঞান দিতে তাদের আগ্রহের কমতি নেই। আমি অনেক ব্লগারকেই অন্য ব্লগারদের বলতে দেখি যে “কি লিখেন মিয়া, কিছুই বুঝি না। বাংলা ভাষা বিকৃত করেন কেন? পারলে বাংলা ভাষায় ব্লগিং করেন আর না হইলে ব্লগিং ছাইড়া দেন। মাতৃভাষা বিকৃত করবেন না !”
আমার অনেক প্রিয় ব্লগার আছেন যারা খুবই সুন্দর রম্য লিখেন। আর রম্য লিখার মজাটা তখনই পাওয়া যায় যখন সেটা আঞ্চলিক ভাষায় কিছুটা রসালো করে লিখা হয়। রম্য সব সময় প্রমিত বাংলাতে লিখা যায় না। আর গেলেও তাতে মজার পরিমান কমে যায়।
অনেক জ্ঞানী ব্যাক্তি আঞ্চলিক ভাষার ব্যাবহারকে বলেন যে মাতৃভাষার বিকৃতি ! এই সকল জ্ঞানী ব্যাক্তিদের কাছে আমার প্রশ্ন “ মাতৃভাষা কি? আপনারা কি আদৌ জানেন যে মাতৃভাষা কাকে বলে? নাকি শুধু শুধুই ফাল পাড়েন?”
যদি না জানেন যে মাতৃভাষা কি তবে জেনে রাখুন “ মায়ের মুখনিঃসৃত ভাষাই হল মাতৃভাষা”
"The origin of the term "mother tongue" harks back to the notion that linguistic skills of a child are honed by the mother and therefore the language spoken by the mother would be the primary language that the child would learn." - উৎসঃ উইকিপিডিয়া
আমার মা আমাকে “What are you saying?” এর অনুবাদ হিসেবে শিখিয়েছেন - “এইয়া কি কও?”
আমার সিলেটের কোন বন্ধুর মা একই ইংরেজির অনুবাদ হিসেবে তাকে শিখিয়েছেন “ইতা কিতা কও?”
তো এইগুলো কি মাতৃভাষার অপ-ব্যবহার? অবশ্যই না। কারণ মাতৃভাষা হল সেই ভাষা যেটা আমরা আমাদের মায়ের মুখ থেকে শুনে রপ্ত করি। আমাদের আঞ্চলিক ভাষাগুলো হল আমাদের মূল প্রমিত বাংলা ভাষার ই অংশ। এই আঞ্চলিক ভাষাগুলো বাদ দিয়ে পুরো বাংলা ভাষা কখনোই পরিপূর্ণ হতে পারে না।
পরিশেষে আমার সেই সকল জ্ঞানী ভাইদের আমি এই কথাই বলবো সামু হচ্ছে মুক্ত বাংলা ব্লগ। আপনি নিজে ভালো কিছু লিখেণ ভালো কথা, তাই বলে অন্য সহ-ব্লগার যারা আছে তারা আপনার স্টাইলে নাও লিখতে পারে এটাই স্বাভাবিক। আপনি হয়তো প্রবন্ধ ভালো পারেন তাই প্রবন্ধ লিখেন। কেউ হয়তো কবিতা ভালো পারে তাই কবিতা লিখে আর কেউ হয়তো ছবি তুলতে ভালো পারে তাই ছবি ব্লগ দেয়। তো অন্য ব্লগারকে খোঁচানো বন্ধ করে বরং তাকে ভালো কিছু লিখতে উৎসাহিত করুন। ধন্যবাদ।