সে
জীবনানন্দ দাশ
——————-
________________
( বরিশাইল্লা ভার্সন )
________________
মোরে হে লইয়া গেছিলো ডাইক্কা;
কইছেলেঃ 'এই নদীর জল
তোমার চউক্ষের লাহান ব্যাতফলঃ
হগল ক্লান্তি রক্তের থিকা
স্নিগ্ধ রাখছে পটভূমি;
এই নদী তুমি।'
'এইয়ার নাম ধানসিঁড়ি বুঝি?'
মাছরাঙাগোরে কইলাম;
গভীর মাইয়াডা আইয়া দিছিলে নাম।
আইজও মুই মাইয়াডারে খুঁজি;
জলের অপার সিঁড়ি বাইয়া
কোম্মে যে চইল্লা গেছে মাইয়াডা।
সময়ের অবিরল সাদা আর কালা
বনানীর বুক থিকা আইয়া
মাছ আর মন আর মাছরাঙাগোরে ভালোবাসে
ম্যালা আগে মাতারি এক - তবু চোখ ঝলসানো আলো
ভালোবাইসসা ষোলো আনা নাগরিক যদি
না হইয়া বরং হইতে ধানসিঁড়ি নদী।
—————————————–
অনুবাদান্তেঃ ব্লগার একজন আরমান।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭