বইয়ের নাম ঃ অবদমিত অভিমান
লেখক ঃ আরজু নাসরিন পনি
প্রকাশকাল ঃ ফেব্রুয়ারি বইমেলা ২০১৭
প্রকাশকঃ সময় প্রকাশন
বইটিতে মোট ১৭ টি গল্প রয়েছে। নীলকষ্ট , বিবর্ণ বন্ধকিনামা , শোধ , বিশ্বাসঘাতক , বুকের গহনে , কন্যার মা , দীর্ঘশ্বাসের ঈদ , নিজেকে হারিয়ে খুঁজি , লাল ডায়েরি , আরবান সেন্সর ঃ পিপু , তুই তো বেডা হইয়া গেছস , মায়ায় জড়ানো জীবন , আলালের প্রেমিকা দুলালী , দায়িত্বের বিড়ম্বনা , অবদমিত অভিমান -- অশরীরি , ফিউশন ফাইভ , অপ্রকাশিত গল্প .।।
মানুষের অন্ধকার দিকটা দেখতে নেই। আলোর অংশটুকু দেখেই তুষ্ট থাকা উচিত। না হয় তাতে থাকলোই কিছু দূরত্ব । কিন্তু নাবিক মন পানিতে ভাসতে না পেরে মানুষের মনের ভেতরের গলি ঘুপচিতে ঘুরে বেড়ায় । ---- নীলকষ্ট
বেরিয়ে এলাম, বেশ্যা হলাম
কুল করলাম ক্ষয়
এখন কি না ভাতার শালা
ধমকে কথা কয় ।। -
--- শোধ
পুরুষ যতই মুখে নারী স্বাধীনতার কথা বলুক না কেন, পুরুষ পুরুষই । একজন নারীবাদীর সাথে প্রেম করা যতটা রোমাঞ্চকর সংসার করা ঠিক ততটা দুর্বিষহ । এটা একান্তই আমার নিজের অভিমত ।
পেছনের একজন
নীরবতার আড়ালে থাকা একজন
প্রতিনিয়ত থেকেই আমায় বলছে ,
এগিয়ে যাও বন্ধু
পাশেই পাবে আমায় ।
আমি রক্তাক্ত রাজপথ পাড়ি দেবার ভয়ে থমকে দাঁড়াই
ভয়ার্ত দৃষ্টিতে পাশে তাকিয়ে দেখি
আস্বস্তের কোমল হাতটা এগিয়ে দিয়েছে
ভরসায় শক্ত করে বলছে ,
বন্ধুর পাশেই আছি, এগিয়ে যাও ।
কর্দমাক্ত , পিচ্ছিল পথ পাড়ি দিতে ইতস্তত আমি
ভাবনায় পড়ে যাই , পিছলে যাব তো
পাশেই দেখি ভারসার হাসি মুখ , নীরবে দাঁড়িয়ে ।
আমি এগিয়ে যাই ,
জানি আড়াল থেকেও
নীরব থেকেও ভরসার হাতটি বাড়িয়ে আছে ।
পাশেই আছে " সে"।
-- বুকের গহনে
স্পর্শ সবসময় অন্তরকে ছুঁয়ে যায় । যদি সেই স্পর্শে সত্যিকারের ভালোবাসা , মায়ার টান থাকে ।
নীরবতাই কিছু ভালোবাসার সৌন্দর্য । সেই সৌন্দর্য বোঝার ক্ষমতা হয়তো সবার থাকে না ।
ইগো মানুষকে যা নয় তাই ভাবতে শেখায় । অধিকারবোধের প্রকাশকে অসম্মান করা ভাবতে শেখায় ।
নাটক সিনেমার কাহিনীর শেষ থাকে । কিন্তু জীবনের গল্প সবসময় সমাপ্তি রেখা টানতে পারে না । বড়ই বৈচিত্র্যময় এই জীবন । আকাশের চেয়েও বিশাল। অতলান্তিক মহাসমুদ্রের চেয়েও গভীর এর বোধ ।
যার কাছে একটা সময় মনের দুয়ার খুলে কথা বলা যেতো সেইই একসময় দূরে সরে যেতে থাকলে নিজেকে সামলানো অনেক সময় কঠিন হয়ে পড়ে । শরীরের ক্ষতি একসময় পুষিয়ে যায় কিন্তু মনের ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগে দিনের পর দিন ।
--- নিজেকে হারিয়ে খুঁজি