অনাবৃত লোহিত কোষে মনের দোষ খুজোনা,
আমি কোন প্রণয় ভিখারি নই,
মাঝে মাঝে পর্বতের কাছে দাঁড়িয়ে থেকে মুগ্ধ হই;
কী অপরূপ ! চারণ ভূমি তোমার,
এখানে কোন হ্রদ নেই এখন আর,
চোখের পাতায় সবটাই জ্যামিতিক সাজ।
বন্দিত্বের শিকল চিড়ে নেমে আসা অবগাহনের ঢল,
মুঠোখুলে চেয়ে দেখি লেগে থাকা বিন্দু বিন্দু জল।
আমিতো সমুদ্র নই;
যে তোমার কুর্ণিশে আছড়ে পড়বো।
আলোক সুতোয় বেঁধে রাখা গিরিখাদে যে পথের দিশা;
সেখানে তবু নির্লিপ্ত আকাশ আমি,
আমারও একটা বিস্তীর্ণ চারণ ভূমি আছে,
সেতো তোমার মতো এতটা সংকীর্ণ নয়।
সমুদ্র আর আমার মাঝে যে দ্বৈরথটুকু আছে,
ওটুকুই আমার প্রণয় জেনো।
[ছবিঃ দক্ষিণ-পশ্চিম আমেরিকায় অবস্থিত অ্যান্টিলোপ গিরিখাদ]
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬