আর মাত্র বাকি রয়েছে ৪০ দিন..........
দেখতে দেখতে “বাংলা ব্লগ দিবস” উদযাপনের দিন প্রায় ঘনিয়ে এসেছে। কিছুদিন পরেই নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেয়া হবে দিবসটি উদযাপনের ঘোষণা। প্রতিবারের মতো এবারও আমরা ১৯ শে ডিসেম্বর, ২০১৩ তারিখে একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দয়ময় দিন উদযাপন করবো। ব্যাক্তিগত ভাবে আমি ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বাংলা ব্লগ দিবসের সফলতা কামনা করে অগ্রীম শুভেচ্ছা জানাই কিন্তু এর পাশাপাশি যেহেতু হৃদয়ে প্রোথিত ১৫ ই ডিসেম্বর, সামহোয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠা বার্ষিকীর স্মৃতি স্মরনে এসেই যায় তাই ১৫ই ডিসেম্বর, ২০১৩ প্রিয় সামহোয়্যার ইন ব্লগের জন্মদিনে অগ্রীম শুভেচ্ছা জানিয়ে রাখছি। ক্লান্তিহীন পথচলায় আপন মহিমায় চির ভাস্বর হয়ে অনির্বাণ শিখার মতো প্রজ্বলিত থাকুক সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রম।
সামহোয়্যার ইন...ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”
অনেক ভালোবাসা, শ্রম, মেধা, পারষ্পরিক সহযোগিতা তথা সম্মিলিত প্রচেষ্টায় প্রবল আনন্দে বড় হয়ে উঠছে আমাদের সবার প্রিয় এই সামহোয়্যামর ইন...ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যা টফর্মটি। চড়াই উৎরাই তো পথ চলার অনস্বীকার্য সত্য।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সামহোয়্যার ইন ব্লগ এর জন্মদিন। ২০০৫ সালের এই দিনে দুপুর দুটো বেজে ছাব্বিশ মিনিটে সর্বপ্রথম বাংলা ব্লগ পোস্ট করেছিলেন ব্লগার দেবরা। তার প্রথম পোস্টের শিরোনাম ছিল “ইমরান ব্লগ স্রষ্ট া”। লেখা ছিলো, “ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানাই আমাদের শুভ কামনা”। প্রথম লেখায় প্রথম মন্তব্য হয়েছে ঠিক এর সাত মাস পরে ১৭ ই জুলাই। ব্লগার সারিয়া তাসনিম সে মন্তব্যে বিষ্ময় প্রকাশ করেছেন এই বলে যে "প্রথম লেখায় কি করে কোন মন্তব্য না থেকে পারে!" তারপরের এক সপ্তাহে যোগ দিয়েছেন আরো ১৩ জন ব্লগারঃ দিদারুল ইসলাম বিজয়, আড্ডাবাজ, হাসিন, ফয়সাল আহমেদ, রেজওয়ান, শাহানা, শামীম ফেরদৌস, রাজু, পিন্টু, মুহিব, সুমন, রিফাত, আরইউবিডিডটনেট। বিষয় হিসাবে ঘুরে ফিরে ছিল বাংলায় ব্লগ নির্মাণের জন্য ধন্যবাদ জ্ঞাপন, প্রশংসা আর বিজয় দিবস নিয়ে বিভিন্ন লেখা। এ সময়ে ব্লগার আড্ডাবাজ সবচেয়ে বেশী পোস্ট দিয়েছেন। এবং সূচনাকালের প্রথম সাতদিনে গড়ে ৪ টার বেশী লেখা পোস্ট হতো না। তবে সূচনাকালীন ব্লগারদের মধ্যে অনেককেই এখন আর দেখা যাচ্ছে না।
পুরাঘটিত অতীতকাল
আনন্দ নিয়ে জন্ম হলো প্রথম বাংলা কম্যিউনিটি ব্লগিং এর। আনুষ্ঠানিকভাবে যদিও এর আত্মপ্রকাশ হয় তার পরদিন ১৬ ই ডিসেম্বর ২০০৫ এর বিজয় দিবসে। জাতীয় জীবনে এমন গৌরবময় দিনকে লক্ষ্য করেই মায়ের ভাষা চর্চার এই খোলা জায়গাটির জন্ম। সূচনা হলো বাংলা ব্লগের, সূচনা হলো বিশ্বজুড়ে ওয়েবে বাংলা ভাষা চর্চার গৌরবময় গোড়া পত্তন। দিনটি আমাদের সবার জন্য বিজয়ের আনন্দের মতই উজ্জ্বল। “বাংলা ব্লগ দিবস” হিসেবে ১৬ ই ডিসেম্বর পালনে অসংখ্য মত দ্বিমতের যুক্তিযুক্ত প্রতিফলন এবং ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছিলো ভাবনাযোগ্য। এই দু'দিনের মাঝখানটায় ১৫ ই ডিসেম্বরকে “বাংলা ব্লগ দিবস” পালনেও যথেষ্ঠ মতবিভেদ ছিলো। ২৫ তারিখ একটা বড় ধর্মীয় উৎসব। ২১ তারিখ আরেকটা জাতীয় দিবসের সাথে মিল। কেউ আবার ১৮ তারিখের প্রস্তাব করেছিলেন ১৮ একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বয়স এবং তারুণ্যের প্রতীক এই হিসেবে। সকলের সুচিন্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে একটি জাতীয় দিবসের বিশেষ তাৎপর্য, ব্যাপ্তি, গুরুত্ব ইত্যাদি জরুরী বিষয়গুলো বিবেচনা করে ব্লগটি সবার সাথে একাত্ম হয়। “বাংলা ব্লগ দিবস” এর অভিষ্ট লক্ষ্য যেখানে ওয়েবে 'বাংলা ভাষা' কে আরও প্রসারিত করা এবং প্রতিষ্ঠা পাওয়া ১৫ ই ডিসেম্বর পালিত হলে তা ব্যহত হতে পারে, এমনটাই ভাবা হয়েছিলো। ওয়েবে বাংলা ব্লগের বিপুল আয়োজনের সূচনা, অবদান, ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে রেখে একটি বিশেষ দিবসের আয়োজন বাংলা ব্লগিংকে আরও উৎসাহী এবং প্রাণবন্ত করবে। সকলের অংশগ্রহণে এবং পারষ্পরিক সহযোগিতায় বাংলা ব্লগ বিশ্বময় মর্যাদা পাবে। তাই একটি “বাংলা ব্লগ দিবস” নির্বাচন জরুরী। তা হতে পারে ডিসেম্বরের যে কোন একটি দিন যা সবার অংশ গ্রহণ নিশ্চিত করবে স্বতঃস্ফূর্তভাবেই। অবশেষে সবকিছু বিবেচনায় এনে এবং সকলের পরামর্শ অনুযায়ী সামহোয়্যার ব্লগ টিম ঘোষণা দেয়ঃ
"আমাদের সম্মিলিত এই প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং বাংলা ভাষাকে বিশ্বময় ছড়িয়ে দেবার জন্যে একটি "বাংলা ব্লগ দিবস" এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে বাংলায় কমিউনিটি ব্লগিং এর সূচনাকারী হিসেবে আমরা সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিরপেক্ষ দিন নির্বাচনের জন্য সকল বাংলা ব্লগ অ্যাডমিনকে চিঠি দিয়ে এবং এই ব্লগেই এ বিষয়ে অসংখ্য পোস্ট,মন্তব্য,আলোচনা ও প্রস্তাব পর্যালোচনা করে ১৯ শে ডিসেম্বরকে সর্বাধিক গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বলে মনে করছি। বাংলা ব্লগ দিবসের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করার জন্য আসছে ১৯ শে ডিসেম্বর,শনিবার, ২০০৯ বিকেল ৫ টায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে আপনার অংশগ্রহণ আন্তরিকভাবে কামনা করছি।"
এরপর থেকে ধারাবাহিক ভাবেই ৪টি ব্লগ দিবস পালিত হয়ে আবারও বছর ঘুরে ৫ম বাংলা ব্লগ দিবস পালিত হতে যাচ্ছে আগামী
১৯ শে ডিসেম্বর, ২০১৩।
পুরনো হলেও, তবু কিছু আক্ষেপ রয়েই যায়..........
পৃথিবীতে কোনো দিবসই এভাবে মানুষের ভোটাভুটিতে নির্ধারিত হয়নি। ১৯ ডিসেম্বর, যে শক্ত লজিক নিয়ে, ভিশন নিয়ে এগুনোর কথা বলা হয়েছিলো এবং ১৫ তারিখ নিয়ে যে আশঙ্কা ছিলো সেটি শুধুমাত্র ছিলো একটি সম্ভাবনা, শুধু একটা অনুমান ছাড়া আর কিছুই নয়। তাছাড়া বিগত বছরগুলোতে চারটি ব্লগ দিবসের কর্মসূচিতে হয়েছে আনন্দ মিছিল, আলোচনা সভা, আড্ডা, পিকনিক। বরং যদি ১৫ তারিখেই বাংলা ব্লগ দিবস পালিত হতো তাহলে ১৪, ১৫, ১৬ তারিখ ব্লগারদের কাছে টানা তিনটি দিন প্রতি বছরই আলাদা তাৎপর্য নিয়ে আসতো, ১৬ তারিখ জাতীয় ছুটি থাকায় ১৫ তারিখের বিকেলটা সবার জন্যই আনন্দের উপলক্ষ হয়ে উঠতো নিশ্চিত। ব্র্যান্ডিং অনেক বড় একটি প্রতিনিধিত্বকারী হিসেবে কাজ করতো। সামহোয়্যার ইন ব্লগ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তাই তা মেনে নিয়ে তাকে সফল করা উচিৎ। “বাংলা ব্লগ দিবস” সফল হোক, সাথেই আছি।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৪