সূচনা পর্যায়
আপনিই বলুন পৃথিবীর কষ্টে কেঁদে;
প্রেমের অর্থ আজ আদমজাত
কি পেতেছে ?
আপনিই বলুন পৃথিবীর আনন্দে হেঁসে;
ভালোবাসার অর্থ আজ আদমজাত
কি পেতেছে ?
আপনি বললে,
কোথাকার জল কোথায় যেয়ে গড়াবে,
তার খোঁজে আমি হবো সর্বহারা;
অবুঝ হৃদয়ে অবশান্ত।
আপনি বললে,
প্রেমের বর্তমান অশ্লীলতায় করবো
শুকনো মাটিতে পুকুর চুরি;
হৃদয় তারপর হবে একাই ক্লান্ত।
আমি বললে;
আমি বলি,
আপনার হৃদয় আমার হৃদয়ের মতো
এতটা ব্যাকুল নয় স্বর্গের প্রেমের তৃষ্ণায়;
আপনিতো পৃথিবীর নতুন প্রেম চেয়েই বৃক্ষজ,
ও আমার প্রানের কৌমুদী প্রিয়তমা।
শেষ পর্যায়
আপনি এ কি হিসেবে শর্ত জুড়ে দিলেন !
আমিতো সবে নিয়তির অধর চুমে এলেম;
প্রেম সেতো দূরের যাত্রায় শনি।
এখনই এভাবে যদি শর্ত জুড়ে দেন,
আমি তার ওয়াদা নেভাবো কি করে ?
বলুন আমার কৌমুদী প্রিয়তমা।
ওই দূরে যেখানে ভোর হতেছে সেখানে,
লাল নিশানা উড়াতেছে সবে সূর্য;
আর আপনি এতো ভোরেই চলে এলেন,
পবিত্র বাতাসের প্রহসনে জঘন্য কালিমা শরীরে মেখে,
আমার শয়নের পাশেই বসে; হৃদয়ের
শুকনো স্বপ্নগুলো বিকিয়ে প্রেমের শর্ত প্রদানে।
অভিশপ্ত আদমজাতের প্রেমেও যদি থাকে শর্ত,
সাদা দলিলে স্বাক্ষর করেই যদি প্রেম হয় নত;
আমি তবে কখনো পৃথিবীর বয়সে,
চাইনে সে প্রেম; কোন আবেগিত উষ্ণ অনুরাগে
অযথাই; আবারো ভেবে দেখুন আমার কৌমুদী প্রিয়তমা।
উৎসর্গঃ আমার প্রানপ্রিয়া স্ত্রী রেশমিকে।