উৎসর্গ ছোট্ট বন্ধু ব্লগার বনলতা মুনিয়া এবং প্রিয় ব্লগার পেন্সিল চোর।
আমার পাঁচ বছরের ছেলেটি আজ তিন দিন যাবত আমার পুরো ঘর শ্লোগান দিয়ে দিয়ে মুখরিত করে রেখেছে “রাজাকারের ফাঁসি চাই” এবং “ তুই রাজাকার, তুই রাজাকার”। ভাবতে ভালই লাগে নতুন প্রজন্ম বেড়ে উঠছে একাত্তুরের মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে। আমার ছেলের প্রথম ছবি আঁকার হাতেখড়ি হয়েছে। সেইসব কাঁচা হাতের আঁকা কিছু ছবি দিলাম। ছবির নাম গুলোও তারই দেয়া। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটির জন্য যেন একদিন বড় চিত্র শিল্পী হতে পারে।
১। রাজাকার দৈত্য

২। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল

৩। কার্টুন টম এন্ড জেরি

৪। মিনা কার্টুন

৫। কলস

৬। মই

৭। শিশু পার্কের ছাতা

৮। ঘুড্ডি ( এই ছবি দুটি আমি উৎসর্গ করলাম প্রিয় ব্লগার ঘুড্ডির_পাইলট কে )


প্রিয় সামুর সকল সহ ব্লগারগনের প্রতি রইল ফাল্গুন এবং ভালোবাসা দিবসের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:২২