চোখের কোণ ঘেঁসে গড়ায় দু-বিন্দু জল
তার মাঝে মিশে আছে গোটা ব্রহ্মাণ্ডের কষ্ট,
তোমার সাজানো ফুলের ডালিটা থেকে একটি গোলাপের পাপড়ি ঝরল কেবল
বারান্দায় দাঁড়িয়ে দেখি ঘাসফুল গুলোও নষ্ট।
এক পা দু পা করে আগাই আঁধার পানে
সংসারের মায়া আমায় আর টানেনা
ওপাড়ের কী এক মায়া আমায় ডাকে প্রীয় সূরে
তুমিও কী সুনলে? কান পেতে শুনবে? শুনতে পাও কীনা ।
মায়ের বালা গুলো তোমার হাতে যেদিন প্রথম দেখলাম
আমি বুঝে গিয়েছিলাম সব দ্বায়িত্ব তোমার
আমায় ছেঁড়ে দাওনা এবার , পাখি হয়ে আকাশে উড়ে বেড়াই
হারিয়ে যেতে চাই , অবসান হোক মোহ মায়ার।