আমায় মেনে নেবে তোমাদের সমাজে ?
আমার না দুটো হাত নেই,
তোমাদের মতো জামা গাঁয়ে দিতে পাড়ি না যে,
দেখেছো.. কেমন করে থালার খাবার মুখে দেই?
আমায় জায়গা দেবে তোমাদের সমাজে ?
না আছে তোমাদের মতো আমার দুটি পা,
জুটলনা হুইল চেয়ার, বা কোন আধুনিক যন্ত্র
শেষমেশ বেয়ারিং এর গাড়িটাই আমার যা।
আমায় মেনে নেবে তোমাদের সমাজে ?
আমার চোখ দুটো না অন্ধ
রঙ্গিন দুনিয়ার সব আমার কাছে রাতের আঁধার
আমার চোখে তাই দেখি যখন তোমাদেরটা বন্ধ।
আমায় মেনে নেবে তোমাদের সমাজে ?
তোমাদের মতো মা-বাবার দুলাল নই যে,
ষ্টেশনের নোংড়ায় গাঁ পেতে বড় হলাম
অট্টালিকাতো স্বপ্নেও ভাবিনে।
আমায় মেনে নেবে তোমাদের সমাজে ?
তোমাদের মতো বিদ্যা-বুদ্ধি শিখিনি,
ইয়া… মোটা মোটা বই নিয়ে যখন তোমরা পড়
আমি না, তখন মার্বেল ছাড়া আর কিছুই দেখিনি।
আমায় আপন করে নেবে তোমাদের সমাজ ?
আমি না, শুদ্ধ ভাষায় কথা শিখিনি ,
যখন তোমরা স্পোকেন ইংলিশ কোচিং কর,
তখন আমি গালি ছাড়া একটা কথাও বলিনি।
আমায় জুড়ে নেবে তোমাদের সমাজে ?
আমার না, দেওয়ার মতো কোন পরিচয়ই নেই,
আমার জন্য একটু ভাববে তোমাদের সমাজ ?
যদি বলো আমার সব উজাড় করে তোমায় সপে দেই!