যুক্তরাষ্ট্রের রয়েছে F 35 , রাশিয়ার Su- 57, ইরানের F-313, ফ্রান্সের- রাফায়েল, ইটালির-টাইফুন, পাকিস্তানের JF- 17, চীনের চেংডু J-20 ফাইটার বিমান।
আর আমাদের রয়েছে সালমান মুক্তাদির, মিথিলা আফু, তাহসিনেশন, বাংলা ফানি ভিডিও, রোস্টিং ভিডিও, মেরিল প্রথম আলো তারকা, হাজার হাজার ইউটিবার, বাংলাদেশ আইডল, মিস বাংলাদেশ সুতরাং আর কি লাগে।
আমাদের দেশে কেউ হামলা করতে আসলে তাহসিনেশন তারে নিয়া রোস্ট ভিডিও বানাবে, ইউটিউবাররা ভিডিও বানাবে আর মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, লাক্স সুন্দরীরা রুপের ঝলক দেখিয়ে শত্রু বিমান ভূপাতিত করে ফেলবে।
কিন্তু আপসোস!!
২৯ কোটি টাকা BPL এর উদ্ভোদনী অনুষ্ঠানের জন্য খরচ করা হয়, ১৮ কোটি টাকা দিয়ে রোবট সোফিয়া ভাড়া করা হয়, ক্রিকেটের জন্য কোটি টাকা বরাদ্ধ হয়, সুন্দরী আর কে হতে চায় মাসুদ রানাদের জন্য হাজার হাজার কম্পানি স্পন্সর হয়, নর্তকী, নায়ক, গায়ক, নাচ, গান এসবের জন্য বাজেটের কমতি নেই
কিন্তু যে ছেলে গুলো টিফিনের টাকা বাচিয়ে রোবট বানাচ্ছে, সিমান্ত হত্যার প্রতিবাদে শত্রু দেশে সাইটগুলো হ্যাক করে দিচ্ছে, Lamborghini, Ferrari র আদলে কার ডিজাইন করে বানাচ্ছে, নিজেদের টেকনোলজি দিয়ে Drone তৈরি করছে, তাদেরকে ১০ টাকা দিয়ে সাহায্য করার কেউ নেই। কিন্তু মিস বাংলাদেশকে স্পন্সর করার জন্য খদ্দেরের অভাব হয় না।
তাই আক্ষেপ করে বলতে ইচ্ছে হয় " এদেশ বেশ্যা বৃত্তির দেশ, বিজ্ঞানের নয়"।
ছবিঃ লিপু ভাই, বাংলাদেশি কার ডিজাইনার ও নির্মাতা।
(collected)