সেই 'অচেনা' মেয়েটির হাত ধরে আজ ৩৩ মাস, সেও অচেনা ছেলেটির..।
এখনো প্রতিটা মুহুর্ত দুজন দুজনকে আবিষ্কারের অক্লান্ত চেষ্টা করি
এত এত অজস্র অনুভবের স্নিগ্দ পোয়ারা বয় যে,
তাহাদের ‘মিথস্ক্রিয়া’য় আবিষ্কারের ঘোরে হারিয়ে যাই।
সে হারিয়ে যাওয়ার মাঝে যাহা খুঁজে পাই তাহাকেই আমি বলি ‘প্রেম’
‘প্রেম’ সেই 'অচেনা' থেকে চিরচেনা মেয়েটির করা
চন্দ্রবিন্দু ছাড়া কাঁচামরিচ, যুক্তবর্ণ ছাড়া ‘বিস্কিট আনবেন’ টেক্সট
অফিস যাওয়ার সময় দরজার পাশে স্থির চোখ অথবা কারো বার বার পিছন ফিরে চাওয়া
রোধেলা দুপুরে একসাথে শুকোতে থাকা পাঞ্জাবী+জামা ঠিক পাশাপাশি অথবা
পড়ন্ত বিকেলে ঘাটের ১ম সিড়িতে তার প্লেট বাটি মাঝা বন্ধ করে পুকুর জলে পা ভিজিয়ে
খুনসুটি - কার পা টা বেশী সুন্দর?
প্রেম মানে হাঁ টাকে ঘুরিয়ে বলা
অভিমানি মিষ্টি মুখটায় হাসি ফোটাতে হাজারটা মিথ্যা বলা
গভীর রাতে যে কারো ঘুম ভাংলে একে অপরের কাঁথাটা/মাথাটা ঠিক করে দেওয়া