টিএসসিতে চুমোর দৃশ্য দেখে আমি যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি রাসূল (স)-এর হাদীস শোনে। এমন অশ্লীলতা যে প্রকাশ্যে ঘটবে, এই কথা রাসূল (স) অনেক আগেই বলে গিয়েছেন। তিনি আরও বলেছেন, এই অশ্লীলতা দেখে ভালো লোকেরা আফসোস করে বলতে থাকবে, "ইশ! ওরা যদি দেয়ালের আড়ালে চলে যেত, তবেই ভালো হোতো।"
.
"ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! এ উম্মত শেষ হওয়ার পূর্বে অবস্থা এমন হবে যে, কোনো ব্যক্তি কোনো মহিলার সাথে রাস্তায় ব্যভিচার করতে থাকবে। তখন লোকদের মধ্যে ওই লোকটিই সবচেয়ে ভালো হবে, যে বলবে : এরা যদি দেয়ালের আড়ালে চলে যেত, তাহলে ভালো হোতো।"
[মুসতাদরেক হাকেম, হাদীস : ৮৫১৬, মুসনাদে আবু ইয়ালা, হাদীস : ৩২৭৩]
.
আমার কওমের শিক্ষিত জনগোষ্ঠী আজ প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। রাস্তা-ঘাটে একজন আরেকজনকে চুমো খাচ্ছে। যাস্ট ফ্রেন্ড নাম দিয়ে, যাস্ট ওয়াইফের মতো আচরণ করছে। আমরা সবাই এগুলো দেখছি। আমাদের সামনেই এগুলো হচ্ছে। আমাদের সামনেই অমুক বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে, অমুক বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের পেছনে, তমুক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের ঝোপঝাড়ে প্রতিনিয়ত এসব হচ্ছে। বাদ যাচ্ছে না নামকরা বিশ্ববিদ্যালয়ের মেইন রোডের গাছের চিপাগুলোও। প্রতিনিয়ত যুবক-যুবতীরা এসব স্থানে একজন অপরজকে জড়িয়ে ধরছে, কোলে মাথা দিয়ে শুয়ে থাকছে, কিস করছে.....
.
সবচেয়ে বড়ো কথা হলো, এসব গোনাহকে তারা গোনাহই মনে করছে না। পরন্তু এগুলোকে হালালাইজড করার চেষ্টা করছে। 'পবিত্র প্রেম', 'যাস্ট ফ্রেন্ড', 'আমার মন ফ্রেশ' ইত্যাদি নাম দিয়ে জিনাকে হালাল করে দিচ্ছে।
যেভাবে আমার কওম প্রকাশ্যে আল্লাহদ্রোহীতায় লিপ্ত হচ্ছে, না জানি কবে এই কওমের ওপর আল্লাহর গজব নেমে আসে।
.
"ওই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ! আমার উম্মতের কিছু লোক ফখর, অহংকার, খেলাধুলোয় মত্ত হয়ে রাত অতিক্রম করবে৷ কিন্তু সকালে তারা বানরে ও শুকরে পরিণত হবে। হারামকে হালাল মনে করা, গান-বাজনার ব্যপকতা লাভ করা, মদ পান করা, সুদ খাওয়া ও রেশমি কাপড় পরার কারণে (তাদের ওপর এই আযাব দেওয়া হবে)।"
[মুসনাদে আহমাদ, হাদীস : ২০০]
.
আমরা যদি সাধ্যমতো এগুলো বিরুদ্ধে কথা না বলি, তবে আল্লাহর আযাব আসলে আমরা পাকড়াও হয়ে যাবো।
.
একবার আয়িশা (রা) ও আল্লাহর রাসূল (স) পাশাপাশি বসা ছিলেন৷ তখন রাসূল (স) বললেন, "এ উম্মতের শেষ জামানায় ভূমিধ্বস, আকৃতির পরিবর্তন এবং পাথর বর্ষণ হবে৷"
এ কথা শুনে আয়িশা (রা) বিস্মিত হলেন। তিনি বললেন, "হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাবো?"
রাসূল (স) বললেন, "হ্যাঁ, যখন অশ্লীলতা বেড়ে যাবে। (তখন নেক লোক থাকা সত্ত্বেও আল্লাহর আযাব আসবে)।"
[সুনানুত তিরমিযী, হাদীস : ১৭৭৬]
আল্লাহ সুবহানাহুওয়াতাআলা অামাদের সকলকে তওবা করে ফিরে আসার তওফিক দিন ও হিদায়াত দান করুন