বার বার ছোট হয়ে যাই আমার নিজের কাছে
নাহ! আর চাইবনা কিছুই তোমার কাছে।
সব অপরাধ কাঁধে নিয়ে বসে আছি আমি
নিস্পাপ, অবোধ, ধোয়া তুলসি পাতা তুমি।
আমি জানি তুমি হাজারটা উদাহরন টানতে পার।
আমাকে কষ্ট না দিয়ে তুমি , না ঘুমে যেতে পার !
আমার প্রতীক্ষা করতে নেই, কারন আমি অপরাধী।
আমি খুব ভাল করে জানি তুমি আমার মন বিরোধী।
আমার রাগতেও মানা , কাদতেও মানা, অভিমান করতেও মানা।
আমি কী করতে পারি তোমার জন্য ! তোমার আছে কী জানা ?
আমার নিঃশ্বাস একদম ই দুর্বল, চিন্তা কর না।
থাকবে সুখে , মহানন্দে, মাথায় আমায় রেখো না !
[[ © আবেগহীন]]