জানলায় ঘুনে ধরা রোদ নতুবা স্যাঁতস্যাঁতে টিপটিপ বৃষ্টি,
টিপিক্যাল মধ্যবিত্ত ।
দরোজার ওপাশে ঘুমিয়ে আছে শীত, কুয়াশায় মিশে যাওয়া ঈশপের গল্প;
এখন ভাল্লাগেনা, বড্ড বেমানান লাগে সময়।
বাতাসে হাহাকার না পেলে দম বন্ধ লাগে, আবহাওয়া ঠিক বুঝতে পারেনা,
কাক সম্প্রচার করে আবহাওয়ার পূর্বাভাস।
বাতাসে কোন কলরব নেই, সুনসান নীরব, আনন্দের চাইতে বেঁচে থাকাটা জরুরী,
মর্গে রোজ রাত্তিরে ভিড় বাড়ে লাসদের, মাতাল ডোম একচিত্তে তৈরী করে নতুন ফরেনসিক!
রাত্তিরে সব ঘুম, আমি নিজেও দেখিনি, পড়েছি মাত্র
পড়িনি ঠিক শুনেছি!
এডজাস্টমেন্টে হিমসিম, এতো দেখার সময় কোথায়,
জানলায় ঘুনে ধরা রোদ নতুবা স্যাঁতস্যাঁতে টিপটিপ বৃষ্টি,
টিপিক্যাল মধ্যবিত্ত ।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯