১লা মে মানে সরকারী ছুটি, লম্বা একটা ঘুম !
ক্যালেন্ডারে দেখেছি আন্তর্জাতিক শ্রমিক দিবস
বইয়ের পাতায় খানিকটা জেনেছি 'ইতিহাস' নামে,
ঐ পর্যন্তই সীমানা, ১লা মে এর মানে !
টিভিতে দেখি, গাদাগাদা সেমিনার হচ্ছে,
বক্তারা উচ্চকন্ঠে শ্রমিকের জয়গান গাচ্ছে, তাদের-
অধিকারের জন্য বড় বড় বুলি আওড়াচ্ছে ! এই দেখেছি এদ্দিন-
এই জেনেছি শ্রমিক দিবসের মানে !
চোখে দেখেছি এইদিনে রঙ ছোড়াছুড়ি আর খানিকটা বিশ্রাম,
এই যা ! তারপর সেই আগের দিনলিপি !
১লা মে মানে সরকারী ছুটি, লম্বা একটা ঘুম !
বাইরের শব্দে যখন ঘুম ভাঙ্গলো, মনে পড়ল
আজ ১লা মে না ? আজ ওদের দিন না ? কাজ করছে কেন ?
তখনই আবার হাসি পেল, তারা কি জানে ?
বাকি ৩৬৪ দিনের মতই তো আজকের দিন !
কাজ করতে হবে না ?
পেট পূজোর সামগ্রী কিনতে হবে না ?
কাজ না করলে কে দেবে ?
ঐ সুশীল সমাজ ?
ওরা দিতে জানে না, মুখে বলতে জানে !
ওরা নিতে জানে !
ওদের দিতে হয়না, মুখে বললেই চলে ;
শ্রমিকের শ্রম মর্যাদা পায়,
স্বস্তি পায় শরীরের রক্ত, ঘাম !
১লা মে মানে সরকারী ছুটি, লম্বা একটা ঘুম !
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৫