কথোপকথন,
উন্মাদের ন্যায়, খানিকটা বিকারগ্রস্থ
চুপচাপ থেকে বিড়বিড় করে-
নিজের সাথে কথোপোকথন।
মগজের ভিতর যন্ত্রনার উন্মেষ-
প্রচন্ড যন্ত্রনা,
যন্ত্রনার সাথে কথোপকথন।
অতীত তাড়িয়ে ফেরার কথোপকথন,
দ্বিতীয় সত্ত্বার সাথে কথোপকথন,
পাগল,উন্মাদ,বিকার বেকার !
চেতনায় নিস্তব্ধতা,অন্ধকার,হতাশার প্রলাপ ;
ঘুমের ঘোরে প্রচন্ড শব্দের আর্তনাদ,
কে যেন ঠুকরে ঠুকরে মৃত্যুকে গ্রাস করতে চায় ,
‘তোর বেঁচে থাকা নিরর্থক’ বলে উচ্চরবে চিৎকার করে
অট্টহাসিতে তিরস্কার করে জন্মকে !
প্রচন্ড শব্দে কেঁপে উঠি,
এদিক ওদিক ফিরি , ঘুমাতে পারিনা !
শুধু একটা শব্দই কানে বাজে,
‘তুই উন্মাদ’ ।
এ যেন বেঁচে থেকে মৃত্যুর অনুভূতি,
নিস্তব্ধতার অনুভুতি।
এই অনুভূতির সাথে কথোপকথন,
রোজ , ছুটে চলে এই নিরন্তর কথোপকথন !
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫০