বিকেলের অবসাদ বেচে দিব একাকিত্বের হাটে,
বেচে দিব মৃদু হাওয়াদের যত গান,
গোধুলির লাল সূর্যটা শুধু চাইবো;
চাইবো সে রক্তিম আকাশ-
সাথে খানিকটা সময়
দেবে আমায়?
সকালের সেই স্নিগ্ধ হাসি,
বিকেলে ঘরে ফেরার যত ক্লান্তি,
আমি যতন করবো তাদের,
মলিন হতে দিব না হাসিটাকে,
ক্লান্তিটাকে করবো সজীবতা-
দেবে আমায়?
তোমার সেই ভেজা চুল
জামার পিছনের খানিকটা ভেজা অংশ,
চোখে হালকা কাজল,
সজ্জা ছাড়া লাল গোলাপী ঠোট!
দেবে আমায়?
আমি আগলে রাখবো তাদের
কক্ষণো হারাবে না,
দেবে আমায় তোমার সবটা চিরতরে
আমি ভালোবাসবো
সত্যি বলছি, আমি ভালোবাসবো-
জনম জন্মান্তরে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩০