মাসুম বিল্লাহ তামরিন
শান্ত নীরব সমুদ্র ও তার অলস ঢেউ
আমায় মনে করিয়ে দেয়
একজন নারী যোদ্ধার কথা;
একাই একদল সৈন্যের বিরুদ্ধে লড়ে যায় সাথে নেই কেউ।
পুরুষ তুমি ঘুমাও
নারীর ঘুম অশ্বের মত, তারপর ছুটে চলা মরু প্রান্তর
নারী একটি প্রজন্মের উত্থান-পতন
গড়ে তোলা মরু ঝড় সাইমুম
সভ্যতার চির অম্লান ভাস্কর।
মাটিতে বিছায়ে কোমল আঁচল
কষ্ট-শ্রমে ক্লান্ত-শ্রান্ত পুরুষ তুমি
ব্যজনীর বাতাসে তোমায় করে শীতল।
স্তন্য দানে তোমায় করে হৃষ্ট-পুষ্ট
অলঙ্কারের ঝংকার
তোমাকে শেখায় বজ্রনিনাদ হুংকার
তারপর হাতে তুলে দেয় মেশিনগান।
তার কণ্ঠে বাজে আসন্ন বিপ্লবের গান
সে মহীয়সী নারীর সাধনায়
তুমি হয়ে ওঠো সত্যিকারের পুরুষ
দিন রাত্রি দিয়ে যায় সে তোমার উদ্দীপনায় শান।
শান্তিতে নারী ক্লাতিতে নারী
নীরবে-নিভৃতে নারী যুদ্ধবিগ্রহে নারী
গড়নে নারী ভাঙ্গনে নারী
পুরুষের তরে নারী তুমি শ্রদ্ধাভাজনাসু।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫