স্মার্টফোনের ছড়াছড়ি নতুনত্বের এই যুগে
সেলফি রোগে কে না ভোগে?
ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধবসহ সর্বমহলে
আবেগঘন উচ্চ্বাসে স্মার্টফোনে সেলফি তুলে সকলে
অটোগ্রাফ-ডায়েরীর প্রতিচ্ছবি সেলফির ধরণ ধারণের বহুরুপ
সেলফির মাঝেই যেন জমা হয় শত শত স্মৃতির স্তুপ
আনন্দ-ভ্রমণও লোকের কাছে নিরানন্দ সেলফি ছাড়া
তাই ছোট বড় সবাই সেলফি তুলাতেই মাতোয়ারা
অখ্যাত সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত সেলিব্রেটি
সেলফিতেই যেন জমা রাখে আনন্দ বেদনার মুহুর্ত প্রতিটি
কি বলবো আফসোসের কথা!
সেলফির কারণে অলেখা থেকে যায় স্মৃতির পাতা
কিছুটা বিষাদগ্রস্ত মন মম
তবু বলি জানিয়ে নতুনত্বকে স্বাগতম
স্মার্টফোনের ছড়াছড়ি প্রযুক্তির এই পৃথিবীতে
অলেখা কাব্য সব বেঁচে থাকুক সেলফিতে
[একটি লেখা প্রতিযোগিতারর জন্য বহু আগে লিখেছিলাম। বিষয় ছিল সেলফি। কিন্তু আমি প্রথম হবো বলে লেখাটি আর পাঠাইনি। হাহা...]
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩