আমার নিঃশেষের গল্প।।এম এস আরেফীন ভুঁইয়া ।।
আজ গল্পটা লিখতে চাই তোমাকে নিয়ে
যে কথাটি দিয়ে তুমি শুরু করেছিলে!আর শেষ করবো আমি।
তুমি সব সময় আকাশের তাঁরা দেখিয়ে বলতে
ঐ দেখ দূর আকাশের তারা দেখছো, ঐ তাঁরাটি আমি
দেখো কি জ্বল জ্বল করে জ্বলছে!
আমি নির্বাক চিত্তে চেয়ে থাকতাম তোমার বলার ভঙ্গিমা দেখে
কিছু বুঝার আগে তুমি আবার বলতে
দেখো এক দিন ঐ তারাটি ঘষে পড়বে!
এই সোঁদা মাটিতে
নির্জন কোন দ্বীপে!
তুমি তখন দুঃখ করে বলবে! শত কোটি তারা দেখা যাচ্ছে
শুধু দেখা যাচ্ছেনা ঐ তারাকে
যে তাঁরাটির কথা তুমি বলেছিলে শুরুতে।
আজ আমি তোমায় খুঁজি ঐ দূর আকাশে লক্ষ কোটি তাঁরার মাঝে
কোথায়ও দেখিনা তোমায়
কোথায় হারালে!
কোথায় ঝরলে তুমি অবেলায়
না বলে।
আমি দূর আকাশের তারার মাঝে বারবার তাকাই
আর চিন্তা করি অতীতে বলা তোমার সকল কথা
তোমায় দেখি না বলে
অবশেষে খুঁজি মনের গহীন অরণ্যে।
আজ আমি উপস্থিত সেই আকাশের নিচে
একা ঠায় দাঁড়িয়ে! দেখছি ঐ দূর বহু দূর আকাশের প্রাণে!
খুজে পাচ্ছিনা তোমায় আর তোমার দেখিয়ে দেয়া তাঁরাটি
তবে অন্য সব তাঁরা আছে জ্বলছে সমান আলোয়
আলোকিত করছে পূর্ণিমা রাত্রি!
নেই শুধু তুমি!আর তুমি যে তাঁরাটি দেখিয়েছ সেই তাঁরাটি!
তুমি কি ওপারের তাঁরা হয়ে ঝরে গেলে!
আমি কি নিয়ে থাকবো বল।
আমি কিভাবে শেষ করবো আমার পথ চলা
কিভাবে শেষ করবো আমার নিঃশেষের গল্প!
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:২৩