প্রত্যাখ্যান।।এম এস আরেফীন ভুঁইয়া ।।
তোমার ক্লান্ত ঠোঁটের আশ্রয়ের জন্যই
বাড়িয়েছি পুরো মুখ,
কিন্তু তুমি দাওনি ধরা
তবে ক্ষণ,
সময়ের প্রয়োজনে করেছ দারুণ ভাবে আমাকে প্রত্যাখ্যান
সময় বলবে কতটা হারালে তুমি
নিজেকে করে বলিদান।
তুমি স্বর্গ থেকে এসেছিলে জানি মর্তে
দেখতে ভালোবাসা,
করেছি তাই প্রেম নিবেদন
স্বর্গের প্রেম মর্তে যে বিকল
বুঝিনি তো আগে!
তোমার ভালোবাসা ছিল স্বর্গে
তাই তুমি না বলে চলে গেলে!
অপমান কি যে অপমান বুঝাতে পারবোনা কিছুতে,
বলতে পারতে তুমি ! ভেবো না আমায়
নিওনা আমার পিছু
আমি তো নয় এই জগতের।
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ সকাল ১১:০১