কামনায় ডুবে যাওয়া ড্রাফটঃ শুন্য শুন্য পাঁচ নয়
এইখানে দেখো, পেতে বসে আছি সোনালী যৌবন
দেখো- যেখান থেকে শুরু কামনার হাতেখড়ি
ঠিক সেই খানে আমার - এবং তোমার ভালবাসার মাঝে
দানা দানা গুটিপোকা, রংপাল্টানো যৌন লীলা।
এই যে এইখানে, দেখো কালচে বুকের আমার মোহময় জমিন
এখানে তোমার চুল খেলা করে- খেলা করে ভ্রু এবং ঠোটের লাঙল
আমি সেখান থেকে শুনি, বুকের ভেতরে, খেলা করে স্পন্দিত জাদুকর
সে জাদুকরের মুখে প্রতি পলে নিজের নাম শুনি- সে জপ করে
তোমার প্রতিটি কম্পনে শুধু ই আমার কাঙ্খিত নাম।।
আলসে আবেগে শুনি তোমার মোহময় চুমুর বর্ধিত সঙ্গীত
সেই সংগীতে ডুবে ডুবে ভেসে উঠি, অথৈ পাথার চুলে
যেখানে মায়া খেলা করে লালচে আগুনে রঙ এর সাথে
কপালের জমিনে বুনে দেই আলতো চুমু
সেখানে সৃষ্টি হয় সাইক্লোন-
... তার ঘুর্নিপাক, এসে থামে তোমার লালচে ঠোঁটে-
সেখানে উথাল পাথাল ঢেঊ-
চুমু খেতে নিয়ে চেষ্টা করি যাবতীয় আবেগ এক চুমুকে
সেই চুমুর ভেতর সৃষ্টি হয় ভালবাসা।
আমি ভালবাসার কামনা নিয়ে বেঁধে ফেলি আরেকটা শ্রবন সঙ্গীত
প্রতিদিনের মত।।