১৬ ডিসেম্বর,১৯৭১। একটি ভূখন্ডের বিজয়ের দিন,পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশের জন্মদিন। অগণিত মুক্তিযোদ্ধার সংগ্রাম,৩০ লক্ষ শহীদের রক্ত,২ লক্ষ মা বোনের সম্ভ্রম অার অসংখ্য মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীন বাংলা অাজ অামাদের হয়েছে।
বাংলার মুক্তি সংগ্রামের ৯ মাসে লড়াই সংগ্রামের অাদিঅন্ত প্রকাশিত হয়েছে বিভিন্ন গনমাধ্যমে,স্বাধীন বাংলা বেতার সেসময় বিপ্লবী ভূমিকা রেখেছিল, এছাড়াও বিভিন্ন পত্রিকা অনিয়িমিতভাবে দেশের ভূখন্ড থকে প্রকাশিত হয়েছে।
বাংলার বিজয়ের দিনে সম্ভবত একটিমাত্র জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে,তাও ঢাকা নয় চট্টগ্রাম থেকে। সেই পত্রিকা দৈনিক অাজাদী, ইতিহাসের সাক্ষী হয়ে অাজো টিকে অাছে। অাজাদীর সেদিনের সংখ্যায় প্রথম পাতার অাট কলাম জুড়ে গোটা গোটা লাল হরফে লেখা ছিল " জয় বাংলা বাংলার জয়"। গাজী মাজহারুল ইসলামের কথায় অানোয়ার পারভেজের সুরে একই শিরোনামের একটি গান স্বাধীন বাংলা বেতারে সেসময় অসংখ্যবার গীত হয়েছে।মূলত সাড়া জাগানো সেই সংগীত অাজাদীর প্রথম পাতায় উঠে এসেছে। উঠে এসেছে অামাদের বিজয়ের গল্প।১৯৫৯ সাল থেকে অাজাদী প্রকাশিত হচ্ছে,পত্রিকাটির প্রকাশক অাব্দুল খালেক বর্তমান সম্পাদক এম এ খালেক,চট্টগ্রামের মোমিন রোডের অফিস থেকে পত্রিকাটি প্রকাশিত হয় অাজো।
জাতীয় দৈনিক হলেও অাজাদী চট্টগ্রামকে অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করে,সহায়ক কার্যক্রমও চট্টগ্রাম কেন্দ্রীক।মাঝে মাঝে চট্টগ্রামের অাঞ্চলিক ভাষায় সংবাদ প্রকাশ করে। ড. মুহাম্মদ ইউনুস নোবেলবিজয়ী হওয়ার পর পত্রিকার শিরোনাম ছিল " অাঁরার ইউনুস নোবেল পাইইয়ে" ( অামাদের ইউনুস নোবেল পেয়েছেন)। বাংলাদেশের বিজয়ের সংবাদ প্রথম প্রকাশ করা এ জাতীয় দৈনিক সবসময় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অাশা অাকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে চলেছে ৫৭ বছর ধরে পত্রিকার প্রতিটি পাতায় পাতায়।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০