২০১৫ সালের এই মুভিটি আমার ভিতর অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। মুভিটি দেখতে বসি শুধুমাত্র একশনের আনন্দ পাবার জন্য। কিন্তু গল্পের প্লটের সাবলিলতা, ধারাবাহিকতা- চিত্তাকর্ষক ও চিন্তাকর্ষক সব উপাদান মুভিটিকে অনন্য এক মাত্রায় নিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই।
ডিরেক্টর জর্জ মিলারের অন্য কোনো মুভি এর আগে আমার দেখা হয়নি। তবে মুভিতে থাকা নিকোলাস হল্ট-কে দেখে বেশ আগ্রহ নিয়ে ছবিটি দেখি। এর আগে নিকোলাসের Warm Bodies দেখে অনেক পুলকিত হয়েছিলাম। আর Mad Max: Fury Road হচ্ছে এই সিরিজের চতুর্থ ছবি। এর কাহিনী শুরু হয় পোস্ট এপোক্যালিপটিক সময় থেকে যখন যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে মানুষের বসবাসযোগ্য সবুজ ভূমি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত সে পৃথিবীকে যে পদ্ধতিতে পুনরায় দাঁড় করানো হয় তার সাথে পুঁজিবাদী সমাজের অনেক কিছুই মিলে যায়।
মানুষদের অবস্থা থাকে ওইসব তথাকথিত ধার্মিকদের মতো যারা অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরে সমাজের উত্থান বা উন্নয়নের পথ নিজেদের অজান্তেই আটকে রেখেছে। সে সমাজের সবকিছুর হর্তাকর্তা একজন God যার শোষণ ও নিপীড়নের শিকার হয়েও কিছু করতে অক্ষম মানুষরা। এখানে God এর কিছু অনুসারীও আছে যারা God কতৃক ওয়াদা পেয়ে বুভুক্ষের মতো নৃশংস যুদ্ধের মাধ্যমে নিজেদের মৃত্যু কামনা করে যাতে করে তারা চিরকাল God এর পথ ভ্যালহালাতে God এর সাথে মিলিত হতে পারে!! ব্রেনওয়াশ শিষ্যদের উদ্দেশ্যে God এর মিথ্যা প্রস্তাবগুলো আমাদের সমাজে থাকা ভায়োলেন্সকারীদের চিন্তাধারার সাথে খাপে খাপে মিলে যায়।
“My half-life War Boys will ride with me eternal on the highways of Valhalla.
I am your redeemer. It is by my hand...you will rise from the ashes...of this world!”
সেই God একজন প্রতারকের মতোই মিথ্যা অমরত্বের খোলসে মুড়ে দিয়ে অতিপ্রাকৃতভাবে নিজেকে উপস্থাপন করে। ঠিক যেন আমাদের চারপাশে ঘটে চলা অত্যাচারের শোষণচিত্র।
এখানেও বঞ্চিতদের মধ্য থেকে একজন সাহসী নারী (Charlize Theron) এগিয়ে আসে, যে সেই তথাকথিত গডে বিশ্বাস করে না। সে গডের অমরত্বের মাঝে থাকা ফাঁকিবাজি ধরে ফেলে এবং কয়েকজন প্রিজনার নিয়ে সে তেল আনার উদ্দেশ্যে যাওয়ার নাম করে গডের ক্ষমতার গন্ডির বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার সঙ্গি হয় ড্রিফটার Max, সেও গডের বন্দিদের একজন।
অন্যদিকে God এর অনুসারীদের একজন Nux / নিকোলাস, সে God কতৃক অনন্ত পথ ভ্যলহালা –তে God এর পাশে থাকার প্রতিশ্রুতি পায় যদি সে ইমপেরাটর (Charlize Theron) Max ও তাদের সাথে থাকা প্রিজনারদের ধরিয়ে দিতে পারে।
যুদ্ধ শুরু হয়।
একদল চায় ভন্ড God এর কতৃজাল ছিড়ে হারানো দিনের সবুজ পৃথিবী খুঁজে বের করতে। God চায় বিদ্রোহকারীদের ধরে ফেলতে। আর Nux গডের আদেশ মানতে গিয়ে ইমপেরাটর নারী ও Max দের সাথে মিশে যায়। তার ব্রেন ওয়াশ মস্তিষ্ক যখন এই বিশ্বাসে আক্রান্ত যে ওদের মারতে বা ধরিয়ে দিতে পারলে সে ভ্যালহালা বা জান্নাতে যাবে, তখুনি মানবজাতির চিরশত্রু- ভালোবাসার আবির্ভাব ঘটে!
স্বপ্নের ভালোবাসা, মরুভূমির পৃথিবীতে সবুজের জন্য স্বপ্ন, আর নতুন পৃথিবী গড়ে তোলার আশা নিয়ে একদল অভিযাত্রীর যাত্রা। ভ্রান্ত বিশ্বাস, ভালোবাসা, স্বপ্ন আর লোভের দ্বন্দের এ গল্প।
যারা ইংলিশ সিনেমা দেখে অভ্যস্ত না, তারাও ভীষণ উপভোগ করবেন মুভিটি।
মুভিটির কিছু তথ্যঃ
Mad Max: Fury Road (2015)
Runtime: | 120 min |
Action, Adventure, Sci-Fi | 15 May 2015 (USA)
Directed By: George Miller
Written By: Brendan McCarthy, Nick Lathouris, George Miller, Eric Blakeney, Nico Lathouris
Ratings: 8.2/10 from 388,049 users
Metascore: 89/100
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২