আমি বদ্ধ কুটিরে থাকি বলে,
খোলা প্রান্তরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
আমি ব্যস্ত যান্ত্রিকতায় ভেসে আছি বলে,
অবসরকে আমার ডুবন্ত বিভীষিকা মনে হয়।
আমি রাতের আঁধারে রক্ত পান করি বলে,
ভোরের শিশিরের গন্ধে আমার বমি আসে।
আমি তীব্র আক্রোশে অন্যের গলা চেপে ধরি বলে,
আজ আমার গলাতে বাতাসের বড় হাঁসফাঁস।
আমি ঝণ্ডার মতো সব তছনছ করি বলে,
সাজানো বাগানকে আমার নরক মনে হয়।
আমি নষ্ট মাথা নিয়ে সবকিছু কামড়ে দেই বলে,
সুস্থ মাথাকে আমার উন্মাদ বলে আনন্দ হয়।
আমি চাই না চাই না
এই বল্গাহীন কাণ্ড,
আর যতোসব ছাইপাঁশ
বস্তা মরা রত্ন।
অন্ধকার কুঠুরিতে চলুক
আলোর বন্যা,
পাগলাটে ভূতগুলো ফিরিয়ে আনুক
সবার জন্য স্বপ্ন।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২২