“আমি তোমার কাছে এসেছিলাম, কারণ আমি ছিলাম ভুলো মনা।
আমি তোমাকে ছেড়ে যাচ্ছি কারণ আমি হচ্ছি ভুলো মনা।
তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা।
কতো কৃতজ্ঞ আমি ঈশ্বরের কাছে যে তোমার মতো উপহার আমাকে দিয়েছিলো।
আমার আর তোমাকে মনে করতে হবে না।
কারণ, তুমি আমারই একজন অংশ।
আমি তোমার মতো করে হাসি, কাঁদি আর ঘ্রাণ নিই।
আমি হয়তো তোমাকে ভুলে যাবো, কিন্তু আমার সমস্ত শরীর আর অস্তিত্বে তোমার চিহ্ন থেকে যাবে।
যদিও তুমি কখনো আমাকে বলোনি তুমি আমাকে ভালোবাসো কিনা,
কিন্তু আমি হৃদয়ের গভীর থেকে জানি, তুমি আমাকে ভালোবাসো বলেই আমার ভিতরে ভালোবাসা এসেছিলো।
তোমাকে ছেড়ে চলে যাবার জন্য ক্ষমা করে দিও আমাকে।
শেষবারের মতো তোমার কাছে একটা জিনিস চাইবো, আমার বাবাকে দেখে রেখো।”
আর কিছু বলবো না। দুঃখে হৃদয় মোচড় দিয়ে উঠা অদ্ভুত রকম শিহরণ জাগানো একটি রোমান্টিক মুভি। রোমান্টিসিজমের জন্য আমেরিকা আসলে অতো দক্ষ না। কোরিয়ানরা রোমান্টিক সিনেমার বস, বেশ কয়েকটা মুভি দেখেই এই সিদ্ধান্তে এসেছি।
এই লিখাটি আসলে রিভিউ না। সিনেমার গল্প ধীরে ধীরে এগিয়েছে। শুরুতে মনে হতে পারে ইউজুয়াল হিন্দি সিনেমা। তবে নায়ক-নায়িকার খুব দ্রুত বিয়ে হয়ে যাওয়া এবং তারপর ঘটতে থাকা ঘটনা আপনাকে বাধ্য করবে শক্ত হয়ে বসে সিনেমাটি দেখতে। পৃথিবীর সুন্দর সুন্দর জিনিসগুলো খুব কষ্টের অনুভূতি থেকেও আসতে পারে। সিনেমাটি তাই বলবে। সিনেমার ফাইনাল টাচ। অসাধারণ চমক!
আর কিছুই বলবো না। শিল্প-সাহিত্য-সিনেমা প্রেমীরা হামলা দেন জলদি। ডাউনলোড করতে নিম্নের সাইটে গিয়ে সার্চ বক্সে লিখুন “A Moment to Remember”, সিনেমাটি ডাউনলোডের জন্য অনেকগুলো টরেন্ট সাইট নিয়ে আসবে। পছন্দের টরেন্ট সাইটে গিয়ে ডাউনলোড দিয়ে ফেলুন।
www.torrentz.eu
A Moment to Remember (2004)
"Nae meorisokui jiwoogae" (original title)
117 min | Drama, Romance | 5 November 2004 (South Korea)
IMDB : 8.3
A Korean love story about a young couple's enduring love, which is tested when 27 year old Sun-jin is diagnosed with a rare form of Alzheimer's disease.
Director: John H. Lee
Writers: Yeong-ha Kim, John H. Lee
Stars: Woo-sung Jung, Ye-jin Son, Jong-hak Baek
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯