আসসালামু আলাইকুম ।আমার প্রথম পোস্টে সকলকে স্বাগতম ।সবাইকে পবিত্র মাহে রমযানের আগাম শুভেচ্ছা ।
আবূ সাঈদ আলখুদরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাআহি ওয়াাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: “যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোযা রাখবে সেই বান্দার চেহারাকে আল্লাহ্ (ঐ রোযার বিনিময়ে) জাহান্নাম থেকে সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন।” বুখারী: ২৮৪০, মুসলিম: ১১৫৩, তিরমিযী, নাসাঈ ।
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِيْ وَأَنَا أَجْزِيْ بِهِ (আল্লাহ তাআলা বলেন)‘আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের, রোজা ছাড়া, নিশ্চয় রোজা আমার এবং আমিই এর প্রতিদান দিব’ (বুখারী) ।
সেই গুরুত্বপূর্ণ রমযান মাস আজ আমাদের সামনে ।আজ আমার এই পোস্টি মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রমযানকে নিয়েই । আশা করি এ পোস্টি আপনার রামাদ্বানের প্রস্তুতিতে ব্যাপক সাহায্য করবে এবং রমযান সম্পর্কে দেবে পূর্ণ জ্ঞান,যার মাধ্যমে হতে পারে এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ রামাদ্বান ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রমযানের শুভাগমনের সুসংবাদ দিতেন ।তাঁদেরকে শোনাতেন রমযানের ফযীলতের কথা ।যেন তারা রমযানে ইবাদত-বন্দেগীতে বেশি কোরে আত্ননিয়োগ করতে পারেন ।নেকী অর্জনে অতিরিক্ত পরিশ্রম করতে প্রত্যয়ী হন ।ইমাম আহমদ র. আবু হুরাইরা র. থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী-সাথীদের এ মর্মে সুসংবাদ শোনাতেন- তোমাদের সমীপে রমযান মাস এসেছে ।এটি একটি মোবারক মাস ।আল্লহ তা’আলা তোমাদের ওপর এ মাসের রোযা ফরজ করেছেন ।এতে জান্নাতের দ্বার খোলা হয় ।বন্ধ রাখা হয় জাহান্নামের দরোজা ।শয়তানকে বাঁধা হয় শেকলে ।এ মাসে একটি রজনী রয়েছে যা সহস্র মাস হতে উত্তম ।যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে যেন যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত হল ।(আহমদ)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
‘যখন রমযানের প্রথম রাত্রি আগমন করে শয়তান এবং অবাধ্য জিনদের শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের সকল দরোজা বন্ধ করে দেয়া হয়; খোলা রাখা হয় না কোন দ্বার, জান্নাতের দুয়ারগুলো খুলে দেয়া হয়; বন্ধ রাখা হয় না কোন তোরণ ।এদিকে একজন ঘোষক ঘোষণা করেন –‘হে পুণ্যের অনুগামী, অগ্রসর হও ।হে মন্দ-পথযাত্রী থেমে যাও’ ।আবার অনেক ব্যক্তিকে আল্লাহ তা‘আলা জাহান্নাম থেকে মুক্তি দেন ।আর এমনটি করা হয় রমযানের প্রতি রাতেই ।(তিরমীযী)
এছারা আল্লাহ্ তো নিজেই বিলেছেন,
হে মুমিনগণ,তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর ।যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার ।(সূরা বাকারা:১৮৩)
সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নিবে। (সূরা বাকারা: ১৮৫)
রমজান মাস, যাতে নাযিল করা হয়েছে আল-কোরআন মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থ্যক্যকারীরূপে। (সূরা বাকারা: ১৮৪)
সুতরাং আমাদের কর্তব্য হল, এ মাস আসার আগেই এর যথার্থ মূল্যায়নের জন্য প্রস্তুতি গ্রহন করা ।নিরবে এসে নিরবে চলে যাওয়ার পূর্বেই এ মহান অতিথির সমাদর করা ।এ মাস যেন আমাদের বিপক্ষের দলীল না হয়ে দাঁড়ায় তার প্রস্তুতি সম্পন্ন করা ।
মাহে রমযানকে আপন কোরে পেতে হোলে চাই সঠিক সুন্নাহ ভিত্তিক জ্ঞান।আর সেই জ্ঞান এর চাহিদা পূরণ করার লক্ষ্যে রমযান সম্পর্কিত কিছু বই ।
রাসুল (সঃ) যেভাবে রমযান যাপন করেছেন
সংকলন : ফায়সাল বিন আলী আল-বাদানী
অনুবাদক : কাউসার বিন খালিদ
এ বইটিতে, রোজা যাপন অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় প্রতিপালকের সান্নিধ্যে নিজের আবেগ-অনুভূতি-আচরণ উন্মীলিত করার আকার-প্রকৃতি, উম্মত বিষয়ে তাঁর পদক্ষেপ ও কর্মচাঞ্চল্যের ধরন-ধারণ, রোজা যাপনকালে পবিত্র স্ত্রীদের বিষয়ে নানাবিধ কর্মযজ্ঞ—ইত্যাদির পথ ধরে সিয়াম-সাধনার পূর্ণাঙ্গ নববী রূপ প্রাজ্ঞ লেখক ও বিদগ্ধ শরিয়তবিদ ফায়সাল বিন আলী আল বা’দানী ফুটিয়ে তুলেছেন।
ডাউনলোড
যেভাবে স্বাগত জানাব মাহে রমজানকে
লেখক : আব্দুররহমান বিন আব্দুল আযীয আস সুদাইস
অনুবাদক : আবু শুআইব মুহাম্মাদ সিদ্দীক
ডাউনলোড
সিয়াম পালন যাদের উপর ফরজ
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : কাউসার বিন খালিদ
ডাউনলোড
চাঁদ দেখা ও সন্দেহের দিন রোজা রাখা প্রসঙ্গে শরীয়তের বিধান
রামাদ্বান মাসের চাঁদের ভিন্ন ভিন্ন উদয়স্থল সংক্রান্ত মাস’আলাহ
ডাউনলোড
রমযানের ফাযায়েল ও রোজার মাসায়েল
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী
সহীহ দলীলকে ভিত্তি করে রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল জানার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় বই। মুসলিমদের জন্য রমযান অত্যন্ত গুরুত্তপুর্ন মাস। এতে একজন মুসলিম রমযান মাসকে কিভাবে ফলপ্রসূ করবে তার মাসআলা-মাসায়েল ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজন অনুভব করে সেগুলো খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে।
ডাউনলোড
রোজার সত্তরটি মাসয়ালা-মাসায়েল
প্রণয়নেঃ শায়খ মুহাম্মাদ সলেহ আল-মুনাজ্জেদ
ভাষান্তরেঃ সরদার মুহাম্মাদ জিয়াউল হক
ডাউনলোড
প্রশ্নোত্তরে সিয়াম
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর, হুকুম-আহকাম, করণীয়-বর্জনীয় কাজের বিস্তারিত তুলে ধরা হয়েছে এই বইটিতে ।
ডাউনলোড
রমযান ও পরবর্তী সময়ে করণীয়
ডাউনলোড
রমযান বিষয়ক ফতোয়া
ডাউনলোড
সিয়াম ও রমজান
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
ডাউনলোড
রোযার মৌলিক শিক্ষা
ডাউনলোড
রমজান বিষয়ক নির্বাচিত হাদিস
ডাউনলোড
মুমিনদের জন্য মাহে রমজানের হাদিয়া
সংকলন : সালেহ বিন ফাওযান আল-ফাওযান - সালেহ বিন ফাউযান আল ফাউযান
অনুবাদক : একদল বিজ্ঞ আলেম
ডাউনলোড
নির্বাচিত ফাতাওয়া
ডাউনলোড
রোজার আদব
ডাউনলোড
ফিকহুস সিয়াম সিয়ামের বিধান ও মাসায়েল
সংকলন মুহাম্মদ নাসীল শাহরুখ
প্রকাশক উন্মুক্ত ইসলাম শিক্ষা কার্যক্রম
অধ্যায় সমুহ:
সিয়াম সংক্রান্ত প্রাথমিক মাসায়েল, যাদের জন্য রামাদানের সাওমের ব্যাপারে সহজতা রয়েছে, সাওম ভঙ্গকারী বিষয়, নফল সিয়াম, রামাদানের শেষ দশক ও এর আমলসমুহ, আত্নস্থকরনের জন্য নির্বাচিত কুরআনের আয়াত ও হাদিসের তালিকা।
ডাউনলোড
১। রোজা
লেখক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
২। রোযা বিষয়ক সংক্ষিপ্ত প্রবন্ধ
লেখক: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
অনুবাদক: আব্দুররব আফফান
৩। রমজান মাসের ফজিলত
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : কাউসার বিন খালিদ
৪। রমজানের ফজিলত ও তাৎপর্য
লেখক : আব্দুল বারী আস সুবাইতী
অনুবাদক : আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান
৫। সিয়ামের হিকমত, লক্ষ্য-উদ্দেশ্য ও উপকারিতা
০।রোজার মাহাত্ম, তাৎপর্য ও বিধি-বিধান
সংকলন : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
সম্পাদনা : নুমান বিন আবুল বাশার
০।হয়োনা তুমি রমজানের আবেদ
৬। রমজানে যা করনীয়
৭।রোজা ভঙ্গকারী বিষয়াবলী
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
8।রোযাদারের কতিপয় ভুল-ত্রুটি
লেখক : আব্দুল্লাহ বিন আব্দিররহমান আল-জিবরীন
অনুবাদক : আব্দুননূর বিন আব্দুল জাব্বার
৯।রোযাদারের ভুল-ত্রুটি
১০।রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ
সংকলন : সানাউল্লাহ নজির আহমদ
১১।কষ্টসাধ্য কাজে জড়িত ব্যক্তির রোজার বিধান
১২।মুসলিম নারী রমজানের দিনগুলো কিভাবে অতিবাহিত করবে
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
১৩।রোজাদার বোনদের প্রতি
মূল : আব্দুল মালেক আল কাসেম
অনুবাদ : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
মহিলাদের ঈদের নামাজে অংশগ্রহণ
চৌধুরী আবুল কালাম আজাদ
১৪।এতেকাফ তাৎপর্য, উদ্দেশ্য ও বিধান
সংকলন : মুহাম্মদ আকতারুজ্জাম
সম্পাদনা : মুহাম্মদ শামছুল হক সিদ্দিক
১৫। অসুস্থতার কারণে মৃত ব্যক্তির উপর রমজানের দু’টি রোজা কাজা রয়েছে, এখন তার সন্তানদের করণীয় কি ?
মুফতী : ইলমী গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
১৬। রমজানের শেষ দশদিনে অধিক এবাদত ও লাইলাতুল কদর অন্বেষণের চেষ্টা করা
লেখক : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
১৭।রমজানের শেষ দশকের ফজিলত
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : কাউসার বিন খালিদ
০।রমজানে শেষ দশকের রাত্রি জাগরণ
১৮।সদকাতুল ফিতর
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদনা : চৌধুরী আবুল কালাম আজাদ
১৯। রমযান কর্মের মাস
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
২০। সিয়ামের ফজিলত
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : কাউসার বিন খালিদ
২১। সিয়াম ও রমজান: শিক্ষা-তাৎপর্য-মাসায়েল
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
ডাউনলোড সবগুলো
বিদায় মাহে রমজান... কিছু ভাবনা
লেখক : ইকবাল হোছাইন মাছুম
রমজান চলে গেল _ কিন্তু আমাদের খবর কী
রমজানের সমাপ্তি
লেখক : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
অনুবাদক : সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদক : কাউসার বিন খালিদ
ডাউনলোড সবগুলো
আশা করি এ পোস্টি থেকে আপনারা রমযান সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবেন এবং আপনার জ্ঞানকে করবে আরো আরো প্রসারিত, (ইনশাআল্লাহ্)।
এই রমযান কে পরিনত করুন আপনার জীবনের শ্রেষ্ঠ রমযানে, এই রমযান মাস এর সময়কে পরিণত করুন আপনার জীবনের সেরা সময়ে ।
এ জন্য আমাদের সঙ্গেই থাকুন,
সঙ্গে থাকতে দয়া করে Like This Link
এছারা পুরো রমযানে সাথেই থাকুন,
হে, আল্লাহ্ আমাদের কবুল কর ।আমীন
My special thanks go to QuranerAlo, Sorol Path, Islam House,
Global Minber, Alokitojibon, OIEP, Searchtruth and Google Translate.
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ রাত ৩:৪৫