যখন প্রথম ব্লগে অ্যাকাউন্ট খুলেছিলাম তখন শুধু পড়তাম। একটা সমস্যা হত যে কার ব্লগ পড়ব? কোন ব্লগ পড়ব? নতুন হওয়ায় কার কী বৈশিষ্ট্য আছে জানতাম না। ফলে গণহারে সবার ব্লগ পড়তাম। কিছুদিন পর একজনের সাথে পরিচয় হল বাইরে। আমি সামুতে পড়ি দেখে বেশ আগ্রহ দেখাল। সে জানাল সে একজন পেইড ব্লগার। এবং তার প্রমাণ হিসেবে বেশ কয়েকজন সেলিব্রেটি ব্লগারকে আমার সামনেই ফোন দিল। দুইজনের নাম মনে আছে। অমি রহমান পিয়াল এবং ফয়সাল অভি।
যাই হোক একটা বিষয়ে তার সাথে আমার মোটেও মিলত না। তার দাবী, যার-তার ব্লগ পড়া যাবে না। সবার ব্লগ পড়লে আমি কনফিউজড হয়ে যাব। বিষয় ভিত্তিকভাবে ব্লগ পড়তে হবে এবং বিষয়ভিত্তিক ব্লগারের ব্লগ পড়তে হবে। এটা নিয়ে বেশ ভাল রকম দ্বিমত পোষণ করলাম। আমার যুক্তি ছিল আমি তো আর পেইড ব্লগার বা রিডার না। সো আমি আমার পছন্দমত ব্লগ পড়ব।
এইখানে কিছু কথা আছে। তার এই কথাতে যুক্তি ছিল এবং এখনও আছে যে, যার-তার ব্লগ পড়লে যে কেউ কনফিউজড হতে বাধ্য। আবার আমার স্টাইলটা কিন্তু আমাকে হেল্প করেছে অনেক। সবার ব্লগ পড়তে পড়তেই বুঝতে পারলাম কে টেকি, কে ফান, কে কবিতা, কে সিরিয়াস, আস্তিক-নাস্তিক-ভাদা-ছাগু-ফ্লাডার-কপিপেস্ট সহ সব রকম ক্যাটাগরি। এখন আমাকে কনফিউজড করা কঠিন।
বর্তমানে ব্লগের যে অবস্থা তাতে নতুন ব্লগাররা একরকম দিশেহারা-আতংকিত হয়ে ব্লগ পড়ে বলে আমার ধারণা। কনফিউজড হওয়া খুব সহজ।
আপনার অভিজ্ঞতা কী ছিল?
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১২ বিকাল ৫:০৩