পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরতন্ত্রের ইতিহাস আছে , সব স্বৈরাচার প্রথমে yes -no ভোটের মাধ্যমে, গনতান্ত্রিক প্রক্রিয়ায় অগনতান্ত্রিক কাজ কে বৈধতা দেয়ার চেস্টা করে , জিয়াউর রহমান ও তার ব্যাতিক্রম ছিলেন না । সব স্বৈরাচারের শুরু এবং শেষ মোটামুটি একই রকম । প্রথম দিকে কিছু ভালো কাজ করা , ধীরে ধীরে চোর হয়ে ওঠা । আমাদের এরশাদ সাহেবও কিন্তু প্রথমদিকে অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন , মানুষের ধর্মানুভতি কাজে লাগাতে চেয়েছিলেন , কিন্তু ধীরে ধীরে তার আসল চেহারা প্রকাশ পেয়ে গেলো , এবং জনগন তাকে গলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামালো । এ দিক থেকে জিয়াউর রহমান অনেক ভাগ্যবান , তার খারাপ দিক গুলো প্রকাশিত হওয়ার আগেই , নিহত হন । মরার ফলে মানুষের মধ্যে তার কিছু ভালো দিকই রয়ে যায় । আমাদের দেশে একটা রেওয়াজ আছে কেউ যদি মারা যায় তখন সবাই বলে আহারে "মানুষটা বড় ভালা আছিলো ", জিয়াউর রহমানের ক্ষেত্রেও ঠিক একই , মানুষের কাছে হয়ে যায় ভালো , মানুষ ভুলে যায় তার অপকর্মের কথা । তার সেই ভালো ইমেজ টুকু কাজে লাগায় খালেদা জিয়া । কিন্তু জিয়া যদি না মরতো , আজ বিএনপির অবস্থা ঠিক জাতীয় পার্টির মতই হতো , তাই জিয়াউর রহমানের মৃত্যু অবশ্যই বি এন পির জন্য একটি মাইলফলক
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ বিকাল ৫:১৭