হযরত শাহজালাল (রা.) বিমানবন্দর থেকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে প্রায় ৮০ কেজি মাদকের ওই চালান উদ্ধার করা ।
সুপারিনটেন্ডেন্ট জানান, দেশের ইতিহাসে উদ্ধার হওয়া মাদকের এটিই সবচেয়ে বড় চালান।
উদ্ধার মাদকগুলো 'কোকেন' না 'স্টেরয়েড' সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি শুল্ক বিভাগ। মাদকগুলোর ধরণ নিশ্চিত হতে এগুলোর নমুনা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সামসুল ইসলাম।
তৈরি পোষাক রপ্তানির কথা বলে ঢাকার কারওয়ান বাজারের মিডওয়ে নামের একটি প্রতিষ্ঠান মালয়েশিয়ায় পাঠানোর জন্য ১২টি প্যাকেট বুকিং দেয়। উদ্ধার করা ওই ১২টি কার্টুনের মধ্যে ছয়টি কার্টুনে ৭৫টি প্যাকেট পাওয়া যায়। কোনো প্যাকেট এক কেজি, কোনো প্যকেট এক কেজির ওপরে।
নিম্নমানের জিন্সের প্যন্টের ভেতর কৌশলে এসব প্যাকেট মোড়ানো ছিল বলে জানান সুপারিনেটন্ডেন্ট।