যেমন আমাদের সময় হয়েছিল।
ভর্তি পরীক্ষা হলে বূঝা যাবে কার জিপিএ এর জোর কতটুকু।
গত বছরও নটর ডেম কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশে নিজস্ব নিয়মে পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করেছিল
কলেজে ভর্তিবিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা নটর ডেম কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট।
ফলে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে (অর্থাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমে) শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে রোববার এ আদেশ দেন। গত ৩০ মে হাই কোর্টে কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত রোজারিও এই রিট করেন।
আদালত শুনানির পর শুধু নটর ডেম কলেজের ক্ষেত্রে নীতিমালার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি আদালত এ বিষয়ে রুলও জারি করেন।
রুলে কলেজে ভর্তি বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা শিক্ষাবোর্ড কলেজ শাখার পরির্দশককে এর জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় গত ১৬ মে কলেজে ভর্তিবিষয়ক একটি নীতিমালা জারি করে। এতে বলা হয়, এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে কলেজে শিক্ষার্থী ভর্তি করতে হবে। কোনো প্রকার ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।
নটর ডেম কলেজের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. এম জহির ও ব্যারিস্টার মইন গণি। পরে মইন গণি নয়া সাংবাদিকদের জানান, আদালতের এ আদেশের ফলে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।
এর আগে গত বছরও নটর ডেম কলেজ কর্তৃপক্ষ হাই কোর্টের নির্দেশে নিজস্ব নিয়মে পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করেছিল।
http://www.samakal.net/2013/06/02/4470