এই কোলাহল ছেড়ে কিছুক্ষণেরর জন্য অন্য কোথাও চলে যায়।
ট্রেনে করে এমন কোন স্টেশনে নেমে পড়ি যেখানে শুনশান নিরবতা। হঠাৎ হঠাৎ ঘুঁঘুঁ আর ডাহুকের ডাক ভেসে আসবে কানে।
তোমার তুলতুলে আঙ্গুল গুলো ধরে মেঠো পথের গলা চিরে হাটব অজানা গন্তব্যের দিকে। এক ঝাঁক শালিক মাথার উপর দিয়ে উড়ে যাবে কিচির- মিচির শব্দ করে,ছোট ছোট ছেলে- মেয়েরা টায়ার নিয়ে খেলতে খেলতে পাশ কাটিয়ে চলে যাবে।
ফাঁকা রাস্তার ধারে খুনখুনে কোন এক বুড়োর দোকানে বসে বিশ্রাম নিবো। চায়ের কাপে ভালবাসা গুলিয়ে খাবো।
পাতা ঝরা রাস্তা মাড়িয়ে পৌছে যাবো কোন ঝিল পাড়ে।
ঝিলের জলে পা ডুবিয়ে, কাঁধে হাত রেখে দুজনে শাপলা গুনবো।
বেলা গড়িয়ে বিকেল ভিজবে সন্ধ্যার সোহাগে।
দুরের কাশফুল এনে গুজে দেব তোমার চুলের খোঁপায়। তুমি চাইলে হাঁটু- জলে নেমে শাপলা তুলে মালা বানিয়ে গলায় পরিয়ে দিব।
ঘুঁঘুঁ দম্পতি আমাদের ভালাবাসা দেখবে আর হিংসায় জ্বলবে। যাবে কি তুমি ?