ছোট থেকে আমার বাবা-মা আমাকে মুক্ত পৃথিবীতে বিচরনের সুজগ দিয়েছে আমি তার অপব্যবহার কখনো করার চেষ্টা করিনি । বাবা-মা, আপু আর আমি চার জনের ছোট পরিবার । চারটি মানুষ চার জনের খুব ভাল বন্ধু । ছোট থেকেই নেশা ছিল ইলেট্রনিক্স, কম্পিউটারের উপর সেগুলাতেও অবাধ স্বাধীনতা পেয়েছি।
কিন্তু পরিবারের গন্ডি পেরিয়ে যখন বাইরে বের হয়ছি তখন পরিবারের দেওয়া শিক্ষা থেকে যেন দূরে না চল যাই সেজন্য আমার হাত ধরেছিল কিবরিয়া ভাইয়া, মনোয়ার ভাইয়া । এই দুজনার কাছ থেকে সব ভাল কিছু শিখেছি , শিখছি এবং শিখব ।
কিন্তু রিয়েল লাইফ পেরিয়ে যখন Virtual সমুদ্রে পড়লাম তখন এই অচেনা জগৎ-এও তারা পাশে ছিল তবে আরও কিছু মানুষ আমাকে নতুন কিছু শিখিয়েছে যারা এখন সুধু মাত্র Virtual ভাবে এই কানেক্টেড না বরং Real লাইফ এর একটা অংশ হয়ে গেছে । মানে আমার পরিবারের মানুষ সংখা বেড়েছে !!! এর মাঝেই অনেক ভুল করে ফেলেছি এর মাঝেই তারা আমাকে সুধরে নিয়েছে ।
জীবনের বড় পাওয়া হলো ভালো বন্ধু ^_^ আরও বড় পাওয়া হলো তারা সবাই সৎ এবং দেশপ্রেমিক । তাই এত পাওয়ার মাঝে নিজেকে অন্য জায়গায় আলাদা ভাবে আবিষ্কার করতে হয়নি কখনো ।
এত সুখের মাঝেও দুঃখ পাখি হানা দেয় কিন্তু এত ভালো মানুষের ভিড়ে তা চাপা পরে যাই । জীবনের বড় শিক্ষা হচ্ছে জোর করে কোন কিছু হয়না । সব কিছুর মূল ভিত্তি হচ্ছে বাস্তবতা । এটাকে মানিয়ে নেওয়া্টাই সার্থকতা । আমি কি আজও সার্থক ? সেই প্রশ্নের উত্তর এখনোও খুজে বেরায় পথে-ঘাটে-মাঠে কিংবা তোমাদের মাঝে ।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬