জীবন সীমিত । এই সীমিত সময়ে পরিবর্তন করা যাই অনেক কিছু ।আজ আমরা নিজেরাই নিজেদের কাছে প্রশ্নবিদ্ধ !!! আমরা জানিনা ভবিষ্যত আমাদের কি দিবে অথবা আমাদের সরকার কতটা আমাদের উন্নয়নের অন্তরাই ।
আবুল মাল আব্দুল মুহিত বলেছেন "দেশের লাখ লাখ গৃহবধূ, যুবক ও যুব মহিলা আত্ম কর্মসংস্থানের তাগিদে নিজ নিজ ঘরে বসে ক্লিকের মাধ্যমে লাখ লাখ ডলার আয়ের কাজ পূর্ণ উদ্যমে শুরু করেছে। যা ভবিষ্যতে গার্মেন্টস সেক্টরের রফতানি আয়ের সাথে পাল্লা দিতে সক্ষম হবে।" এর থেকে মুরখের মতো কথা আর কি হতে পারে ???
আজকের কাদের মোল্লার বিরুধধে যে রায় তা বলেই দেই তারা দেশ কে কতটা জানে/ভালবাসে । আমরা চুপ করে বসে আছি কেও কেও ব্লগে কিংবা ফেসবুকে লিখছি আবার কেও বা প্রতিবাদে রাস্তাই নেমে পরছি !!! কিন্তু হাই আমাদের সরকার আমাদের প্রসাশন আমাদের বাধা দিচ্ছে ।
শত মুক্তিকামি মানুষ অবাক হয়ে তাকিয়ে সেই খেলা দেখছি। হইতো সময়ের প্রয়োজনে আমরা আবার ঝাপিয়ে পরবো আমাদের সাধিনতার মরজাদা রখ্যা করতে হইতোবা সেটা হবে অভ্যন্তরীন যুদ্ধ । তবে আমরা ভীত নই । যেভাবে রুখে দারিয়েছিলাম ১৯৭১-এ তার থেকে বেশি শক্তি নিয়ে রুখে দারাবো বর্তমান অন্যায়ের বিরুদ্ধে ।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬