সোনার বাংলা
চারদশক আমি হণ্যে হয়ে
খুজে ফিরেছি আমার স্বপ্নের বাংলাদেশকে
পাইনি আমি বাংলার মেঠো পথে কিংবা
হলদে শাড়ী বিছানো শষ্যের মাঠে।
চষে বেড়িয়েছি আমি নদী থেকে সমুদ্রে
পাইনি দেখা তার লোকালয়ে কিংবা
সবুজ প্রান্তরে।
বাদ রাখিনি হাট-বাজার, অফিস-আদালত
বিদ্যাপীঠগুলোতেও ঢু মেরেছি
দেখেছি কোথাও নেই সেই স্বপ্নের দেশ
সবখানেই শুধু সংঘাত আর সংঘাত।