"এক রংয়ের রংধনু"
..................... অন্তনীল
,
সামান্য অশ্রু কি মায়াই না জানে
মায়া হানে প্রেমিকের জমা অভিমানে ৷
শূন্য হৃদয়েও যে বোঝনা অভাব
নিখুত ছলনা আর অভিনয় তার স্বভাব ৷
সে শতেক বেখেয়ালে হলে পূর্ন দিশেহারা
আখি মেলে যদি দেখে জ্বলন্ত ধ্রুবতারা ৷
তবে চূর্ণ করে যদি সব পিছুটান
সৃজন করে এমন আসমান ৷
যে আসমানে এক রংয়ের রংধনু ছেয়ে আছে
নয়তো অশ্রু কিছুতেই হার মানবেনা তার কাছে ৷