-------ভ্রমন------
...................অন্তনীল
ঘুরে এলুম অচেনা এক দেশে
দেখেছি বালিকার এলোকেশে,
বনফুল গোঁজা ৷ দেখেছি কাঁচা ঘরের
ডোয়ায়,
পৌষ্য বিলাই লাল রং যার গায় ৷
কুহক ভরা পথ
মাঝি বায় রথ
মাচা ভরা উস্যীর ফুল সমাহার,
দেখে ঝুঁটি মোরগের সমর আঁখি জুড়ায়
আমার ৷
'
দেখেছি, অচিন দেশের ঢালাই ব্রিজের
মাঝে গর্ত,
তার চেয়ে সেথার বাঁশের শাঁখো বেশি
পক্ত ৷
ঘুরায় নাই কোন পুরষ্কার
আছে স্বজনের গাল ভরা তিরষ্কার ৷
বাড়ির আঙ্গিনার চেয়ে অচিন দেশের
কলা বাগান পরিষ্কার,
তারপর নেমে এলো অচিন দেশে অন্ধকার ৷
'
রচনাকাল: (১১ অক্টোবর ২০১৫ ইং)
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১