উদয়াস্ত রক্ত পানি করা শ্রম তোমাদের জন্য
তোমাদের জন্য আমার নিরন্তর খেটে যাওয়া,
চলে যাব আমি,কিন্তু রেখে যাব সবি;
কাদের জন্য? তোমাদের জন্যই-তো নাকি!
তবে কেন শেষ বেলায় এত অবহেলা
কেন প্রতিনিয়ত সই অবজ্ঞা,জ্বালা-যন্ত্রণা।
তবে কি চিরমুক্তি পেতে চাও,
ভালবাসি বলে, সম্ভব নয় যে তাও।
তোমাদের সুখের জন্য সবি সইবো,
হোক তা ঘোর অন্ধকার-নিকষ কালো।
( ২০/০১/২০১৬)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮