সরকার যে সকল অন্যায় এবং ভুল করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করা সকল সচেতন নাগরিকের জন্যে অত্যন্ত জরুরী এবং তা নাগরিকের অধিকারও বটে। সরকার শেয়ার বাজার থেকে লুট করেছে, সরকার বিদ্যুৎ ক্ষাতে দেশের টাকা অপচয় করতেছে, সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ করছে না বরং দাদাদের সাথে প্রেম প্রেম খেলে যাচ্ছে, সরকার একটি অন্যায়ের পর আরেকটি অন্যায় করছে মানুষের দৃষ্টি অন্য দিকে সরানোর জন্যে, সরকারের প্রায় সকল ক্ষেত্রে দুর্নীতি , আবুল এবং সুরঞ্জিতের ঘটনায় বুঝা যায় সরকার নিজেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, দেশের অর্থনৈতিক নাজুক অবস্থা, মানুষ সঞ্চয়ের টাকা উঠিয়ে খরচ করে ফেলছে, দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতি, হত্যা, গুম,গুপ্ত হত্যা মানুষের জীবন দুর্বিষহ, মানুষ নিজের জীবন নিয়ে শঙ্কিত, সকল ক্ষেত্রে অনিয়ম, রাস্তা ঘাটের বেহাল অবস্থা, নিয়মিত সড়ক দুর্ঘটনা, বিচার ব্যবস্থায় দলিয় করণ, আলেম ওলামাদের উপর নির্যাতন ইত্যাদি, সরকারের এই সকল অন্যায়ের বিরুদ্ধে কি ধরণের আন্দোলন করলে সরকার বাধ্য হবে অন্যায় গুলো থেকে সরে আসতে?
ব্লগ লিখেন পড়েন যারা তারা হচ্ছেন বেশির ভাগ দেশের শিক্ষিত সমাজ, আপনারা আপনাদের মতামত দিন যে সরকারের বিরুদ্ধে কেমন আন্দোলন হওয়া উচিৎ এবং কেমন আন্দোলনের মাধ্যমে সরকার কে অন্যায় থেকে সরে আসতে বাধ্য করা যাবে?
বাংলাদেশের মিডিয়া এবং রাজনৈতিক সমাজ বর্তমানে ব্লগকে খুব গুরুত্ব দেয় বলে মনে হয়, সুতরাং আপনাদের মতামতের মাধ্যমে রাজনৈতিক দলের আন্দোলনে নতুনত্ব যোগ করতে পারেন।