পেতে হবে তোমাকে এ প্লাস
তাও আবার গোল্ডেন,
স্কুল, কোচিং, প্রাইভেট ও টিউশন
সন্তানের পরীক্ষায় বাবা-মার সেকি টেনশন।
পড়ালেখা শেষ, শেষ হল গ্রাজুয়েশন
একটা চাকরি এখন বিশেষ প্রয়োজন।
আবার শুরু কর পড়া দিন রাত খেটে
কোনমতে একটা চাকরি যেন কপালেতে জোটে।
স্বাধীনভাবে কিছু সে বড় ঝামেলা
একটা সরকারি চাকরি
আরামেই কেটে যাবে বেলা।
যে বয়সটা লোহা চিবিয়ে খাওয়ার,
দুনিয়াটাকে নতুন করে জানার,
যে বয়সটা পরিশ্রম ও চ্যালেঞ্জের
সে বয়সে যুব সমাজ খোজ করে আরামের!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১