মাত্র ইন্টারমিডিয়েট পাস করা ছেলে-মেয়ে গুলোকে গণহারে ফেল করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এই ক্রেডিট নিতে চাচ্ছে যে তাদের প্রশ্নের স্ট্যান্ডার্ড এতই উঁচু যে সবাই ফেল করে বসে।
> যে ফরমেটে ঢাবি ইংরেজি প্রশ্ন করে সে ফরমেট ছেলে-মেয়েরা তো এইচ এস সি বা এস এস সির কোন লেভেলই প্রাকটিস করে নাই।
> ইন্টার পাস করা ছেলেমেয়েদের ধরিয়ে দেয়া হয় চাকরি বা বি সি এস পরীক্ষার সমমানের ইংরেজি প্রশ্ন - কি সেলুকাস!
> দুনিয়াটাই যে ছেলেমেয়েরা ভালো করে দেখার সুযোগ পায় নাই তাদেরকে উত্তর করতে হয় সাধারণ জ্ঞানের অসাধারন সব প্রশ্নের।
আসলে ঢাবি জিনিয়াস না জিনিস খুজতেছে; এমন জিনিস যে খুব, খুব মুখস্ত করতে পারে।
নোটঃ আমি ঢাবির সমালোচনা করছি বলে এই না যে আমাদের বর্তমান জেনারেশন ধুয়া-তুলসিপাতা, অবশ্য তাঁদের এই নাজেহাল অবস্থার জন্য শিক্ষক ও শিক্ষাব্যবস্থা দায়ী।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯