তীরে বসে আছি আমি
বর যে একা
মাঝ নদীতে আমার তরী
যাই না দেখা।
তরী জানে তীরে আমি বসে আছি
তারই অপেক্ষায়,
আমার চোখের আড়ালে মাঝ নদীতে
তরী মেতে উঠেছে
সভ্যতার আদিম লীল খেলায়।
কূল কূল রবে প্রতিটি স্রোত
বলে আমায়,
যারে তু্মি বেসেছ ভালো
ভালো সে বাসে না তোমায়।
মেয়ে তুমি তরী রুপে ভালবেসেছো আমায়,
ক্ষণিক সুখের বিনিময়ে
দুখের অনন্ত পাহাড় উপহার দিয়েছো চাপায়।
কি দোষ করেছি ঈশ্বর,এই প্রেম উপহারে
সীমাহীন কস্ট জ্বলে আর বাড়ে
আমার অন্তরে।
ছলনাময়ী নারী তোমায় বলিলাম বিদায়
সুখ অন্বেসনে চলে যাও
অন্য পুরুষ এর আঙ্গিনায়।
কি জানি কি সুখ আছে মিশে
এই যৌনতায়,
ভালবাসা,বিশ্বাস এই সবের মূল্য
তার কা্ছে নাই।
যদি তোমার সুখই চাই
তবে,
মিচে-মিছি কেন বলো
ভালোবাসো আমায়।
মনে রেখো,
সত্যি ভালবাসায় যৌনতা অনেক পরের ব্যাপার
যাকে তুমি বাসবে ভালো
তাকে একবার দেখবার জন্য
মন করবে হাহাকার।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪