আমি জানি তুমি খুব লজ্জা পাও
যখন আমরা একসাথে ছাদে বৃষ্টিতে ভিজি
শরীরে লেপ্টে যাওয়া কাপড় সামলাতে খুবই ব্যাতিব্যাস্ত তুমি
অনিমেষ তাকিয়ে রই অসভ্য, হিংস্র, বর্বর, জানোয়ার আমি
আমি জানি না, একবারের জন্যও বুঝতে চাই না
আমার এই কামনীয় দৃষ্টি তোমার লাগছে কেমন
প্রেমের আদি নিষিদ্ব কথাগুলো আমার কাছে এখন কবিতার মতন।
যতই তুমি ভ্রুকটি করো না কেন, এড়িয়ে যাওয়ার শক্তি তোমারও নাই
যত ইচ্চা শাসাও, ভালো হচ্ছে না বলে যত ইচ্ছা বকা দাও
আমি একটা মুহূর্তের জন্যও মিস করব না এই মাহেন্দ্রক্ষণ
জড়িয়ে পেছন হতে তোমায়, সিক্ত চুলের মাতাল গন্ধ নিব অনেক্ষন।
বৃষ্টিস্নাত উন্মুক্ত কাঁধে একটা একটা করে এঁকে দিব কামনার ছাপ
উষ্ণ দু হাতের স্পর্শ দিয়ে বুঝে নিব সৌষ্ঠব শরীরের বক্রতার মাপ।
আমার উষ্ণতা তোমায় পাগল করবে
আদুরে গলায় তুমিও বলবে ভালোবাসার আদি কবিতা
বলবে আমার মাঝে তুমি হারাতে চাও তোমার স্বকীয়তা।
তুমি পাগল হবে, হতে বাধ্য
তোমার লজ্জা ভেঙ্গে আমি নেব যুদ্ব জয়ের আনন্দ।
......................................................................
কবিতাটি মূলত আমার লেখা "স্বপ্নরাজ্য ও রাজকন্যা" কবিতার একটি অংশ।