স্বাধীনতা তোমায় আমি দেখেছি
নবজাতকের প্রথম আত্তচিৎকার এর ঘোষনায়,
আমি স্বাধীন বাংলাদেশ এর নাগরিক।
স্বাধীনতা তোমায় আমি খুঁজে পেয়েছি
গুটি গুটি পায়ে হাঁটতে শিখা শিশুর,
সাফল্যের হাসির প্রেরনায়।
স্বাধীনতা তোমায় আমি দেখেছি
কৈশৌর এর সেই দুরন্ত দিনগুলিতে,
বাঁধা না মানা ক্লান্তিহীন উচ্ছাসে।
স্বাধীনতা তোমায় আমি খুঁজে পেয়েছি
বিশ্ববিদ্যালযের রঙ্গিন দিন গুলিতে,
ফাগুনে ফাল্গুনে আর বৈশাখী উৎসবের আবেদনে।
স্বাধীনতা তোমায় আমি দেখেছি
প্রেমি্কা্র অতৃপ্ত চোখে,আবেদন ময়ী কন্ঠে
কাছে আসবো ভালবাসবো বলে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৫ বিকাল ৫:৩০