অনেক ধরনের, নানা ভাষার মুভি দেখি । আর সামু সহ অন্যান্য মুভি ব্লগ এর পোস্ট নিয়মিতই দেখি। তাই ইচ্ছা হল নিজের পছন্দটাও শেয়ার করি। তাই এই পোস্ট।
'চিড়িয়াখানা' শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর গোয়েন্দা সিরিজ ব্যোমকেশ বক্সী এর একটি গল্প। মুভির শুরু হয় 'বাসুকি' কে দিয়ে । 'বাসুকি' একটা সাপ, যেটা পোষে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী ।
গল্পের শুরু রিটায়ার জজ নিশানাথ সেন এর আগমনে। তিনি ব্যোমকেশ বক্সী কে বলেন সিনেমার এক নায়িকা সম্পর্কে খোঁজ করতে আর সত্যান্বেষীকে তার 'গোলাপ কলোনি' তে আমন্ত্রণ জানান। এই ' গোলাপ কলোনি ' ই স্থানীয় লোকের কাছে 'চিড়িয়াখানা'।
এই ' চিড়িয়াখানা' তে কিছু বিচিত্র লোকের বাস। এরা সবাই কোনও না কোনও ভাবে অপরাধী বা স্বাভাবিক কর্মক্ষমতা হীন।
গোয়েন্দা গল্প আর খুন থাকবেনা তাই হয়? প্রথমেই খুন হয় ' রিটায়ার জজ নিশানাথ সেন' , আর সন্দেহ গিয়ে পরে গোলাপ কলোনির বাসিন্দা ও উধাউ হয়ে যাওয়া সিনেমা নায়িকা সুনয়না দেবী ওরফে নেত্যকালীর উপর। যে কিনা একটি খুনের ফেরার আসামি। এরপর শুরু ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ। শুধু একটা সাধারন খুন নয় বেরিয়ে আসে মারাত্মক কিছু কাহিনি।
গোয়েন্দা কাহিনি হলেও এই সিনেমায় সাধারন সিনেমার সব উপাদানই আছে। গান, প্রেম, ছ্যাক্যা সবই আছে। সেই সাথে আছে সত্যজিৎ রায় এর পরিচালনায় উত্তম কুমার এর অসাধারণ অভিনয়। মুভিটি জাতীয় পুরস্কার, সেরা পরিচালক, সেরা অভিনেতার পুরস্কার পায়।
মুভিটির আইএমডিবি রেটিং ৭।
আইএমডিবি লিঙ্ক
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২