ভুলে গেলে কি আর হবে বলো!
কতকিছুই তো পেছনে রেখে যাই।
হাওয়ার কাছে পাতার কি-ই বা দেনা!
একটা আকাশ, তারার সাথে খেলা।
হয়তো
মরচে ধরা লোহার ছোট রিং
মাঝে মাঝে একটু বাজায় মনে
ছয়-পনেরো ধুলোমাখা ঋণ।
যে ঘুড়িটা হয়েছিল হাতছাড়া
বলেছিলাম, এটাই আমার চিল!
ভুলে গেলে ইজেল থাকে খোলা
এক সমুদ্র নদী এঁকে সমুদ্রতেই নীল।
জানো!
ভুলে গেলে রাত্রি অনেক গভীর
ব্যালকনি-ছাদ ঠোঁটের কোণে
ফানাফিল্লাহ-রূপ অস্থির!
ভুলে গেলে একটা ভীষণ ক্ষতি!
ভুলে গেলেই মনে থাকে খুব
হর্ষ-বিষাদ, দাঁড়ি-কমা-- যতি।